শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৯ অপরাহ্ন

গুলিতে নিহত সেই বুয়েট শিক্ষার্থী সনি হত্যাকাণ্ডের আসামি গ্রেপ্তার
সবুজবাংলা টিভি
প্রকাশ শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

২০০২ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী সাবেকুন নাহার সনি হত্যা মামলার অন্যতম আসামি মুশফিক উদ্দিন টগরকে (৫০) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) মধ্যরাতে র‍্যাব সদর দপ্তর থেকে এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ঢাকার আজিমপুর এলাকা থেকে মুশফিককে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১টি রিভলভার ও ১৫৬টি গুলি জব্দ করা হয়েছে। এই গ্রেপ্তারের বিস্তারিত শুক্রবার বেলা ১১টায় রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে গণমাধ্যমকে জানানো হবে।

 

উল্লেখ্য, ২০০২ সালের ৮ জুন বুয়েট ক্যাম্পাসে ছাত্রদলের তৎকালীন সভাপতি মোকাম্মেল হায়াত খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলের তৎকালীন ছাত্রদল নেতা মুশফিক উদ্দিন টগর গ্রুপের সংঘর্ষের মধ্যে পড়ে নিহত হন সনি। বুয়েটের কেমিপ্রকৌশল বিভাগের ১৯৯৯ ব্যাচের শিক্ষার্থী সনি সেদিন ক্লাস শেষে বুয়েটের হলে ফিরছিলেন। সেই সময় বুয়েট শিক্ষার্থীর গুলিতে সনির মৃত্যু নিয়ে ঢাকা সহ দেশব্যাপী ব্যাপক প্রতিবাদের ঝড় ওঠে।

এই পাতার আরো খবর