ঢাকা ০১:৪৭ এএম, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

এলো দেলুপি’র গান ‘গোধুলী লগ্নে’

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০৬:৪১:৫৬ এএম, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ ৬ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নতুন সিনেমা নিয়ে আসছেন পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলাম। নাম ‘দেলুপি’, এটিই হতে যাচ্ছে নির্মাতার প্রথম সিনেমা। এর আগে ওটিটির আলোচিত সিরিজ ‘শাটিকাপ’ ও ‘সিনপাট’ নির্মাণ করেছেন তিনি।

এবার প্রকাশ্যে এলো ‘দেলুপি’ সিনেমার গান ‘গোধুলী লগ্নে’। হাস্য-রসাত্মক, র‍্যাপ ও মজার কথার ছলে তৈরি হয়েছে গানটি।

এর আগে সিনেমার নাম ঘোষণার এক সপ্তাহ পর টিজার প্রকাশ পায়। টিজারে রাজনৈতিক অস্থিরতার একটা ইঙ্গিত দিয়েছেন পরিচালক তাওকীর।

এবার মুক্তি পেল প্রথম গান ‘গোধূলি লগ্নে’। ২ মিনিট ৪৭ সেকেন্ডের এই গানে কণ্ঠ দিয়েছেন পলাশ কুমার ঘোষ, ওমর মাসুম এবং তপেশ চক্রবর্তী। গানটিতে বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক প্রয়াত আসলাম তালুকদার মান্নাকে শ্রদ্ধা জানানো হয়েছে।

গানের কথা লিখেছেন পলাশ কুমার ঘোষ ও ওমর মাসুম, আর কম্পোজিশন ও অ্যারেঞ্জমেন্ট করেছেন তপেশ চক্রবর্তী।

দর্শকরা ইতোমধ্যেই ‘দেলুপি’র টিজারগুলোর প্রশংসা করেছেন এবং নতুন এই গানটি মুক্তির পর সিনেমাটির প্রতি আগ্রহ আরও বাড়বে বলে আশা করছেন নির্মাতা।

সিনেমার নাম ‘দেলুপি’ নামটি এসেছে খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়ন থেকে। সেই অঞ্চলের মানুষের জীবন, বাস্তবতা আর সম্পর্কের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে কাল্পনিক বাস্তবতা হিসেবে দেলুপির গল্প লেখা। যা শুধু এই অঞ্চলের নয়; বরং একই সঙ্গে দেশের সর্বস্তরের মানুষের জীবনের সঙ্গে মেলাতে পারবে। সিনেমাটি শিগগিরই মুক্তি পাবে বলে জানান নির্মাতা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এলো দেলুপি’র গান ‘গোধুলী লগ্নে’

প্রকাশকাল ০৬:৪১:৫৬ এএম, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
নতুন সিনেমা নিয়ে আসছেন পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলাম। নাম ‘দেলুপি’, এটিই হতে যাচ্ছে নির্মাতার প্রথম সিনেমা। এর আগে ওটিটির আলোচিত সিরিজ ‘শাটিকাপ’ ও ‘সিনপাট’ নির্মাণ করেছেন তিনি।

এবার প্রকাশ্যে এলো ‘দেলুপি’ সিনেমার গান ‘গোধুলী লগ্নে’। হাস্য-রসাত্মক, র‍্যাপ ও মজার কথার ছলে তৈরি হয়েছে গানটি।

এর আগে সিনেমার নাম ঘোষণার এক সপ্তাহ পর টিজার প্রকাশ পায়। টিজারে রাজনৈতিক অস্থিরতার একটা ইঙ্গিত দিয়েছেন পরিচালক তাওকীর।

এবার মুক্তি পেল প্রথম গান ‘গোধূলি লগ্নে’। ২ মিনিট ৪৭ সেকেন্ডের এই গানে কণ্ঠ দিয়েছেন পলাশ কুমার ঘোষ, ওমর মাসুম এবং তপেশ চক্রবর্তী। গানটিতে বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক প্রয়াত আসলাম তালুকদার মান্নাকে শ্রদ্ধা জানানো হয়েছে।

গানের কথা লিখেছেন পলাশ কুমার ঘোষ ও ওমর মাসুম, আর কম্পোজিশন ও অ্যারেঞ্জমেন্ট করেছেন তপেশ চক্রবর্তী।

দর্শকরা ইতোমধ্যেই ‘দেলুপি’র টিজারগুলোর প্রশংসা করেছেন এবং নতুন এই গানটি মুক্তির পর সিনেমাটির প্রতি আগ্রহ আরও বাড়বে বলে আশা করছেন নির্মাতা।

সিনেমার নাম ‘দেলুপি’ নামটি এসেছে খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়ন থেকে। সেই অঞ্চলের মানুষের জীবন, বাস্তবতা আর সম্পর্কের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে কাল্পনিক বাস্তবতা হিসেবে দেলুপির গল্প লেখা। যা শুধু এই অঞ্চলের নয়; বরং একই সঙ্গে দেশের সর্বস্তরের মানুষের জীবনের সঙ্গে মেলাতে পারবে। সিনেমাটি শিগগিরই মুক্তি পাবে বলে জানান নির্মাতা।