দেশটির আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েকদিন জার্মানজুড়েই এমন অস্থির আবহাওয়া বিরাজ করবে। উত্তর সাগর উপকূলে বইবে ঝড়ো হাওয়া, আর পশ্চিম, দক্ষিণ-পশ্চিম ও দক্ষিণাঞ্চলে হতে পারে ভারি বৃষ্টি। কেবল পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলে কিছুটা রোদ দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে।
দেশটির আবহাওয়া অধিদপ্তর ও স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, উত্তর থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চল পর্যন্ত বহু এলাকায় ঝড়ের কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। এতে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। গাছ উপড়ে পড়ায় সড়ক ও রেল চলাচলেও দেখা দিয়েছে ব্যাঘাত। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
জার্মান আবহাওয়া অধিদপ্তর (ডিডব্লিউডি) জানিয়েছে, বৃহস্পতিবার থেকেই উত্তর সাগর উপকূলে প্রবল ঝড়ো হাওয়া ও জলোচ্ছ্বাসের সতর্কতা জারি করা হয়েছিল। উইলহেমসহাভেনে সাগরের পানি উপচে পড়ে সৈকত ও পার্কিং এলাকা প্লাবিত হয়েছে। সেখানে বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ১২০ কিলোমিটার পর্যন্ত রেকর্ড করা হয়েছে। পরিস্থিতি আরও খারাপ হতে পারে ভেবে ‘আয়িদা’ নামের একটি ক্রুজ জাহাজ নির্ধারিত সময়ের এক দিন আগেই হামবুর্গ বন্দরে ফিরে আসে।













