ঢাকা ১২:২৩ এএম, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কানাডার ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০৫:৪০:৪৭ এএম, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ৩ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন।

শনিবার (২৫ অক্টোবর) গভীররাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প এ পদক্ষেপ নিয়েছেন কানাডার একটি বিতর্কিত বিজ্ঞাপনকে কেন্দ্র করে। বিজ্ঞাপনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের ‘শুল্ক নিয়ে কিছু নেতিবাচক কথা প্রচার করা হয়েছে।’

সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে ট্রাম্প বলেন, ‘বিজ্ঞাপনটি অবিলম্বে সরিয়ে নেওয়ার কথা ছিল, কিন্তু কানাডা তা গতরাতে ওয়ার্ল্ড সিরিজ চলাকালেও প্রচার হতে দিয়েছে, এটি একটি প্রতারণা।’

তিনি বলেন, ‘তথ্য বিকৃতভাবে উপস্থাপনের কারণে কানাডার ওপর বর্তমানে আরোপিত শুল্কের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক বৃদ্ধি করছি।’

ওই বিজ্ঞাপনটি কানাডার অন্টারিও প্রদেশের উদ্যোগে তৈরি করা হয়। বিজ্ঞাপনটি সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের এক ভাষণে সম্প্রচার করা হয়েছে, যেখানে তিনি বিদেশি পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের ফলে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেছিলেন।

চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র সরকার কানাডার সঙ্গে চলমান বাণিজ্য আলোচনা স্থগিত করেছে। ওয়াশিংটনের অভিযোগ, অন্টারিও প্রাদেশিক সরকার বিজ্ঞাপনটির মাধ্যমে রোনাল্ড রিগ্যানের অবস্থান বিকৃতভাবে উপস্থাপন করেছে এবং ট্রাম্পের শুল্কনীতির ওপর এবং আসন্ন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায়ের ওপর প্রভাব ফেলতে চেয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কানাডার ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

প্রকাশকাল ০৫:৪০:৪৭ এএম, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন।

শনিবার (২৫ অক্টোবর) গভীররাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প এ পদক্ষেপ নিয়েছেন কানাডার একটি বিতর্কিত বিজ্ঞাপনকে কেন্দ্র করে। বিজ্ঞাপনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের ‘শুল্ক নিয়ে কিছু নেতিবাচক কথা প্রচার করা হয়েছে।’

সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে ট্রাম্প বলেন, ‘বিজ্ঞাপনটি অবিলম্বে সরিয়ে নেওয়ার কথা ছিল, কিন্তু কানাডা তা গতরাতে ওয়ার্ল্ড সিরিজ চলাকালেও প্রচার হতে দিয়েছে, এটি একটি প্রতারণা।’

তিনি বলেন, ‘তথ্য বিকৃতভাবে উপস্থাপনের কারণে কানাডার ওপর বর্তমানে আরোপিত শুল্কের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক বৃদ্ধি করছি।’

ওই বিজ্ঞাপনটি কানাডার অন্টারিও প্রদেশের উদ্যোগে তৈরি করা হয়। বিজ্ঞাপনটি সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের এক ভাষণে সম্প্রচার করা হয়েছে, যেখানে তিনি বিদেশি পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের ফলে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেছিলেন।

চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র সরকার কানাডার সঙ্গে চলমান বাণিজ্য আলোচনা স্থগিত করেছে। ওয়াশিংটনের অভিযোগ, অন্টারিও প্রাদেশিক সরকার বিজ্ঞাপনটির মাধ্যমে রোনাল্ড রিগ্যানের অবস্থান বিকৃতভাবে উপস্থাপন করেছে এবং ট্রাম্পের শুল্কনীতির ওপর এবং আসন্ন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায়ের ওপর প্রভাব ফেলতে চেয়েছে।