ইতিহাসের দোরগোড়ায় দাঁড়িয়ে ভারতের নারী দল। রোববার মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নারীদের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে নামছেন হারমানপ্রীতরা। আর সেই মাহেন্দ্রক্ষণে সম্ভাব্য শিরোপা জয়ের জন্য বড় অঙ্কের পুরস্কার প্রস্তুত রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
বোর্ডের এক সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, নারী ও পুরুষ দলের সমান পারিশ্রমিক নীতির ধারাবাহিকতায় (যা প্রথম চালু করেছিলেন বিসিসিআই’র সাবেক সচিব ও বর্তমান আইসিসি চেয়ারম্যান জয় শাহ), এবারও নারী দলের জন্য পুরুষদের সমান পুরস্কার বিবেচনা করছে বিসিসিআই।
গত বছর আমেরিকায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় পুরুষ দল ও সহকারী স্টাফদের মোট ১২৫ কোটি রুপি পুরস্কার দিয়েছিল বোর্ড। সেই উদাহরণেই এবারও নারী দলকে সমান মর্যাদা দেওয়ার চিন্তা চলছে।
এক বিসিসিআই কর্মকর্তা পিটিআইকে বলেন, ‘বিসিসিআই পুরুষ ও নারী দলের জন্য সমান পারিশ্রমিক নীতিতে বিশ্বাস করে। তাই আলোচনা হচ্ছে, যদি মেয়েরা এবার কাপ জেতে, পুরস্কারও যেন পুরুষ দলের চেয়ে কোনো অংশে কম না হয়। তবে ট্রফি জয়ের আগেই কোনো ঘোষণা দেওয়া শোভন নয়।’