বিষয়টি নিয়ে মহরত শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন পূজা। সেখানে ব্যক্তিগত বিষয় নিয়েও কথা বলেন এই পর্দা কন্যা।
						বিষয়টি নিয়ে মহরত শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন পূজা। সেখানে ব্যক্তিগত বিষয় নিয়েও কথা বলেন এই পর্দা কন্যা।
যোগ করে পূজা বলেন, আমার কাছে মনে হয়, আমার এখনো অনেক কাজ করার বাকি রয়েছে। আরও অনেকদূর পাড়ি দিতে হবে। বহুদূর না গিয়ে বিয়েটা করে ফেললে মাঝপথেই তো আটকে গেলাম।
সহশিল্পী আফরান নিশোকে পেয়ে নায়িকা বলেন, নিশো ভাইয়ার সঙ্গে এটি আমার প্রথম কাজ হওয়াতেই আমি খুব এক্সাইটেড। কারণ তিনি অসাধারণ একজন অভিনেতা। তার সঙ্গে কাজ করার ইচ্ছা আগে থেকেই ছিল। ছাড়া এ সিনেমায় চঞ্চল ভাইও রয়েছেন। যার সঙ্গে ছোটবেলায় কাজ করেছি।