অ্যালোভেরার আরও কিছু উপকারিতা নিচে তুলে ধরা হলো:
অ্যালোভেরার আরও কিছু উপকারিতা নিচে তুলে ধরা হলো:
ত্বক উজ্জ্বল করতে
অ্যালোভেরা জেলের সঙ্গে টক দই মিশিয়ে মুখের ত্বকে লাগান। এতে করে ধীরে ধীরে আপনার ত্বক উজ্জ্বল ও মসৃণ হতে শুরু করবে। টক দইয়ে ল্যাকটিক এসিড থাকে যার মাধ্যমে ত্বকের মৃত কোষ দূর হয়ে ত্বককে দারুণভাবে প্রাণবন্ত করে তোলে। টক দই দিয়ে ম্যাসাজ করলে ত্বকের অবাঞ্চিত দাগ এবং রোমকূপ দারুণভাবে পরিষ্কার হয়ে যায়।
নিত্যদিনের স্ক্রাব
অ্যালোভেরার সঙ্গে ওটমিল মিশিয়ে মিহি একটি স্ক্রাব তৈরি করুন। ওটমিল ত্বকের মৃত কোষ দূর করার ক্ষেত্রে সবচেয়ে উপাদেয় একটি উপাদান। এটি ব্যবহারে আপনার ত্বকের কোনো ক্ষতি তো হবেই না বরং আলতোভাবে ম্যাসাজ করলে ত্বক পরিষ্কার এবং মখমলে হয়ে উঠবে। চিনি, লবণ কিংবা বেকিং সোডা ব্যবহার করলে দানাদানা ভাব ত্বকের ক্ষতিসাধন করতে পারে, অন্যদিকে ওটমিলের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। এটি রোমকূপ ভেতর থেকে পরিষ্কার করে ত্বককে সতেজভাবে নিঃশ্বাস নিতে সাহায্য করে।