মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ১১:৫২ পূর্বাহ্ন

তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে সোহান
সবুজবাংলা টিভি
প্রকাশ মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওয়ানডেতে পাওয়া চোট এখনো পুরোপুরি সেরে ওঠেনি নুরুল হাসান সোহানের। উইকেটরক্ষক এই ব্যাটারকে মাঠে ফিরতে অপেক্ষা করতে হবে অন্তত তিন সপ্তাহ।

সিরিজের শেষ ম্যাচে ফিল্ডিং করার সময় গোড়ালিতে চোট পান সোহান। ইনজুরির পর মাঠ ছাড়তে হয় স্ট্রেচারের সাহায্যে। প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে এক্স-রে করানো হয়, পরে প্লাস্টার দেওয়া হয় তার পায়ে। রাতেই হোটেলে ফেরেন তিনি।

বিসিবির মেডিকেল বিভাগের এক সূত্র জানিয়েছে, এমআরআই রিপোর্টে বড় কোনো জটিলতা ধরা না পড়লেও সম্পূর্ণ সুস্থ হতে সময় লাগবে আরও কিছুদিন। সঠিক চিকিৎসা ও বিশ্রাম নিলে আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজেই মাঠে ফিরতে পারেন সোহান।

অন্যদিকে একই ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন শরিফুল ইসলাম। বিসিবির চিকিৎসকরা জানিয়েছেন, অন্তত দুই সপ্তাহ বিশ্রাম নিতে হবে এই পেসারকেও।

উইন্ডিজ সিরিজ শেষে দলের অন্য সদস্যরা ঢাকায় ফিরলেও সোহান ও শরিফুলকে বিশেষ ব্যবস্থায় আনা হয়। বর্তমানে দুজনই ঢাকায় বিশ্রামে আছেন। চলমান এনসিএলের (জাতীয় লীগ) এই রাউন্ডে কিংবা আগামী দুই রাউন্ডেও খেলতে পারবেন না সোহান।

এই পাতার আরো খবর