বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় সিলেট-১ আসনের ময়ূরকুঞ্জ কনভেনশন হলে মাঠ পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নির্বাচনের মাধ্যমেই জাতির ভাগ্যের ফয়সালা হবে: জামায়াত আমির
সবুজবাংলা টিভি ডটকম-
- প্রকাশকাল ০৪:৪৮:৫০ এএম, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫ ৫ পাঠক
আমিরে জামায়াত বলেন, জনগণ যদি ভোট দিয়ে আমাদের নির্বাচিত করে, তাহলে আমরা বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ দেশবাসীকে উপহার দেব। মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না। ঘুষ, দুর্নীতি, স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে আমরা দেশবাসীর সেবা করব। দেশে যাতে আর কখনো ফ্যাসিবাদী শাসন ফিরে আসতে না পারে, সে ব্যাপারে আমাদের সতর্ক ভূমিকা পালন করতে হবে। সৎ, যোগ্য ও খোদাভীরু লোকদের ভোট দিয়ে ভোটের সৎ ব্যবহার করতে হবে।
দলমতের ঊর্ধ্বে উঠে যথাযথ ভূমিকা পালনে এগিয়ে আসার জন্য সবার প্রতি আহ্বান জানান জামায়াতের আমির।















