ঢাকা ০৯:৩৯ পিএম, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ফর্মহীনতা কাটাতে ডি ভিলিয়ার্সের সাহায্য চাইলেন সূর্যকুমার

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০৫:০৪:২০ এএম, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫ ২ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে খুব একটা ছন্দে নেই। এশিয়া কাপ ২০২৫ এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান সিরিজ মিলিয়ে গত ৯ ইনিংসে তিনি মাত্র দুবার ৩০ রানের গণ্ডি পেরোতে পেরেছেন। এর মধ্যে চারবার এক অঙ্কেই ফিরেছেন এবং একবার শূন্য রানে আউট হয়েছেন।

এশিয়া কাপে ভারতকে শিরোপা জেতালেও, ব্যক্তিগত পারফরম্যান্সে তার ধারাবাহিকতার অভাব স্পষ্ট। সূর্যকুমার মূলত টি-টোয়েন্টি ফরম্যাটেই নিয়মিত খেলেন। তবে ওয়ানডেতে সুযোগ পেলেও নিজেকে তেমনভাবে মেলে ধরতে পারেননি। ৩৫ ইনিংসে তার সংগ্রহ মাত্র ৭৭৩ রান, গড় ২৫.৭৬। তিনি সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০২৩ সালের ১৯ নভেম্বর।

নিজের এই সীমাবদ্ধতা উপলব্ধি করেই সূর্যকুমার এখন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্সের কাছে সাহায্য চাইছেন। সাংবাদিক বিমল কুমারের ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যদি তার সঙ্গে দেখা হয়, আমি জানতে চাইব, কীভাবে তিনি টি-টোয়েন্টি আর ওয়ানডের মধ্যে ভারসাম্য রাখতেন। আমি সেটা পারিনি।’

একই সাক্ষাৎকারে সূর্যকুমার ডি ভিলিয়ার্সের উদ্দেশে সরাসরি আবেদন জানিয়ে বলেন, ‘আমি ভেবেছিলাম ওয়ানডেও টি-টোয়েন্টির মতো খেলতে হয়। এবি, যদি তুমি এটা শুনে থাকো, তাহলে দয়া করে দ্রুত আমার সঙ্গে যোগাযোগ করো। সামনে আমার আরও তিন-চারটা গুরুত্বপূর্ণ বছর আছে। আমি ওয়ানডেতে খেলতে খুব আগ্রহী। দয়া করে সাহায্য করো! আমি টি-টোয়েন্টি আর ওয়ানডের মধ্যে ভারসাম্য আনতে পারিনি।’

এদিকে, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ৫ উইকেটের জয়ে ভারত অধিনায়ক কিছুটা স্বস্তি খুঁজে পেয়েছেন। হোবার্টের বেলরিভ ওভালে জয়ের পর ম্যাচ-পরবর্তী সাক্ষাৎকারে সূর্যকুমার বলেন, ‘হ্যাঁ, মনে হচ্ছিল আমরা টানা ১৯-২০টা টস হারছি! আজ সেই ধারা ভাঙতে পেরে ভালো লাগছে। টসটা গুরুত্বপূর্ণ ছিল, আর দলের পারফরম্যান্সেও আমি খুশি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফর্মহীনতা কাটাতে ডি ভিলিয়ার্সের সাহায্য চাইলেন সূর্যকুমার

প্রকাশকাল ০৫:০৪:২০ এএম, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে খুব একটা ছন্দে নেই। এশিয়া কাপ ২০২৫ এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান সিরিজ মিলিয়ে গত ৯ ইনিংসে তিনি মাত্র দুবার ৩০ রানের গণ্ডি পেরোতে পেরেছেন। এর মধ্যে চারবার এক অঙ্কেই ফিরেছেন এবং একবার শূন্য রানে আউট হয়েছেন।

এশিয়া কাপে ভারতকে শিরোপা জেতালেও, ব্যক্তিগত পারফরম্যান্সে তার ধারাবাহিকতার অভাব স্পষ্ট। সূর্যকুমার মূলত টি-টোয়েন্টি ফরম্যাটেই নিয়মিত খেলেন। তবে ওয়ানডেতে সুযোগ পেলেও নিজেকে তেমনভাবে মেলে ধরতে পারেননি। ৩৫ ইনিংসে তার সংগ্রহ মাত্র ৭৭৩ রান, গড় ২৫.৭৬। তিনি সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০২৩ সালের ১৯ নভেম্বর।

নিজের এই সীমাবদ্ধতা উপলব্ধি করেই সূর্যকুমার এখন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্সের কাছে সাহায্য চাইছেন। সাংবাদিক বিমল কুমারের ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যদি তার সঙ্গে দেখা হয়, আমি জানতে চাইব, কীভাবে তিনি টি-টোয়েন্টি আর ওয়ানডের মধ্যে ভারসাম্য রাখতেন। আমি সেটা পারিনি।’

একই সাক্ষাৎকারে সূর্যকুমার ডি ভিলিয়ার্সের উদ্দেশে সরাসরি আবেদন জানিয়ে বলেন, ‘আমি ভেবেছিলাম ওয়ানডেও টি-টোয়েন্টির মতো খেলতে হয়। এবি, যদি তুমি এটা শুনে থাকো, তাহলে দয়া করে দ্রুত আমার সঙ্গে যোগাযোগ করো। সামনে আমার আরও তিন-চারটা গুরুত্বপূর্ণ বছর আছে। আমি ওয়ানডেতে খেলতে খুব আগ্রহী। দয়া করে সাহায্য করো! আমি টি-টোয়েন্টি আর ওয়ানডের মধ্যে ভারসাম্য আনতে পারিনি।’

এদিকে, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ৫ উইকেটের জয়ে ভারত অধিনায়ক কিছুটা স্বস্তি খুঁজে পেয়েছেন। হোবার্টের বেলরিভ ওভালে জয়ের পর ম্যাচ-পরবর্তী সাক্ষাৎকারে সূর্যকুমার বলেন, ‘হ্যাঁ, মনে হচ্ছিল আমরা টানা ১৯-২০টা টস হারছি! আজ সেই ধারা ভাঙতে পেরে ভালো লাগছে। টসটা গুরুত্বপূর্ণ ছিল, আর দলের পারফরম্যান্সেও আমি খুশি।’