নিকট অতীতে ক্যাম্প শুরুর পরপরই প্রাথমিক স্কোয়াড ঘোষণা করা হলেও, এবার আনুষ্ঠানিক স্কোয়াড ঘোষণা নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) তেমন মাথাব্যথা দেখা যায়নি। অবশেষে গতকাল (মঙ্গলবার) হেড কোচ হাভিয়ের কাবরেরা দলের ক্যাম্পে যোগ দেওয়ার পর আজ (বুধবার) ২৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাফুফে।
অবশেষে বাফুফের প্রাথমিক স্কোয়াড ঘোষণা, আছেন হামজা-শমিত
- প্রকাশকাল ০৫:০৫:১৬ এএম, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫ ৫ পাঠক
একই সাথে তাকে শুনতে হয়েছে ক্যাম্প শুরু হলেও কেন বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করা হয়নি সেই প্রশ্নটি। এমন প্রশ্ন শুনে ক্যাবরেরা পুরো দায় চাপিয়ে দিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ওপর, “আমার মনে হয় এর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমি যথারীতি ক্যাম্পের আগে তালিকা দিই। খেলোয়াড় তালিকা গণমাধ্যমে না দেওয়ার বিষয়টি বাফুফের সিদ্ধান্ত।”
অক্টোবর উইন্ডোতে হংকংয়ের বিপক্ষে হোম-অ্যাওয়ে দুটি ম্যাচ খেলেছিল বাংলাদেশ, যার জন্য প্রাথমিক দল ছিল ২৮ সদস্যের। সেই দল থেকে বাদ পড়েছেন মোহামেডানের ডিফেন্ডার মেহেদী হাসান, ফরোয়ার্ড সুমন রেজা এবং ফাহমিদুল ইসলাম। ফাহমিদুল দুটি কার্ডের জন্য এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে খেলতে পারবেন না। এই তিনজনের পরিবর্তে গোলরক্ষক পাপ্পু এবং ডিফেন্ডার শাকিল হোসেন আবার দলে ফিরেছেন।
বাংলাদেশের স্কোয়াড (২৭ সদস্যের প্রাথমিক দল):
ডিফেন্ডার: তপু বর্মণ, সাদ উদ্দিন, তাজ উদ্দিন, শাকিল হোসেন, জায়ান আহমেদ, তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ তপু, আব্দুল্লাহ ওমর
মিডফিল্ডার: সোহেল রানা, মো. সোহেল রানা, জামাল ভূঁইয়া, হৃদয়, কাজেম শাহ, হামজা চৌধুরি, শামিত সোম, মোরসালিন
ফরোয়ার্ড: শাহরিয়ার ইমন, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, আরমান ফয়সাল আকাশ, আল আমিন, ইব্রাহীম।













