এবার সেই লুক নিয়েই প্রকাশ্যে এলেন নায়ক। যেখানে গোঁফওয়ালা শাকিব খানকে দেখা গেছে।
গোঁফওয়ালা লুকে প্রকাশ্যে শাকিব খান, উল্লাস ভক্তদের
সবুজবাংলা টিভি ডটকম-
- প্রকাশকাল ০৭:৩৯:০২ এএম, শনিবার, ৮ নভেম্বর ২০২৫ ১০ পাঠক
এ সময় শাকিব খান, শাকিব খান বলে চিৎকার করছেন, তাকে এক নজর দেখার জন্য। নায়কও তা ফেরান নি, আউটলেটের নিচে এসে সবার প্রতি ভালোবাসা প্রদর্শন করেন।
উল্লেখ্য, নির্মাতা সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ সিনেমা। এতে তার বিপরীতে অভিনয় করছেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। সবকিছু ঠিক থাকলে আগামী বছর সিনেমাটি মুক্তি পাবে।
















