শুক্রবার (৭ নভেম্বর) ‘দেলুপি’ খুলনার লিবার্টি সিনেপ্লেক্সে প্রদর্শিত হয়েছে। এছাড়া জেলা শিল্পকলা অ্যাকাডেমি, খুলনায় আগামী ১০, ১১ ও ১২ নভেম্বর প্রতিদিন চারটি করে বিশেষ শো দেখানো হবে। আর ১৪ নভেম্বর সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে এটি।
খুলনায় মুক্তি পেল ‘দেলুপি’, দেশজুড়ে ১৪ নভেম্বর
সবুজবাংলা টিভি ডটকম-
- প্রকাশকাল ০৭:৪২:২২ এএম, শনিবার, ৮ নভেম্বর ২০২৫ ৮ পাঠক
নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম খুলনায় সিনেমাটি প্রথম প্রদর্শনের প্রসঙ্গে বলেন, আমরা চেয়েছি যে অঞ্চলের মানুষ প্রথমে সিনেমাটি দেখুক। তাদের দেখানোর জন্য স্থানীয় একটি স্কুলে প্রিমিয়ার করা হয়েছে।
চলচ্চিত্রটির পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলাম বলেন, এই অঞ্চলের মানুষের জীবন, বাস্তবতা এবং সম্পর্কের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে দেলুপির গল্প লেখা হয়েছে। এটি শুধু এই অঞ্চলের মানুষের জন্য নয়; দেশের সর্বস্তরের মানুষের জীবনের সঙ্গেও মেলাতে পারবে। স্থানীয় মানুষদের পাশে পেয়ে আমি অনুপ্রাণিত হয়েছি। এই ভালোবাসাই আমাদের সিনেমার সবচেয়ে বড় পুরস্কার।















