চর্মরোগ চিকিৎসকদের মতে, অনেক লিপস্টিকেরই রং গাঢ় করার জন্য সিসা, ক্রোমিয়ামের মতো ধাতব রাসায়নিক ব্যবহার করা হয়। এগুলি ঠোঁটের জন্য ক্ষতিকারক। তা-ও হালকা রঙের লিপস্টিক ব্যবহার করলে এক রকম। কিন্তু গাঢ় রঙের লিপস্টিক দিনের পর দিন মাখতে থাকলে ঠোঁটে কোষে সেই রাসায়নিকগুরো জমা হতে থাকে। এই কারণেই ঠোঁটের রং বদলে যায়। কখনও কালো ছোপ পড়ে, কখনও আবার ঠোঁট বিবর্ণ হতে শুরু করে।
লিপস্টিকের বাক্সে লেখা উপকরণ না দেখেই কিনছেন?
সবুজবাংলা টিভি ডটকম-
- প্রকাশকাল ০৭:৪৪:৩৬ এএম, শনিবার, ৮ নভেম্বর ২০২৫ ৬ পাঠক
ঠোঁটের ক্ষতি এড়াতে লিপস্টিক পরার সময় যে মাথায় রাখবেন?
লিপস্টিক কেনার আগে বাক্সের গায়ে লেখা উপকরণগুলো অবশ্যই পড়ে নিন। যদি লিপস্টিকের উপকরণে সিসা, অ্যালুমিনিয়াম, রেড ডাই ৪০, ইয়ালো লেক ৫ থাকে, সেসব লিপস্টিক না কেনাই ভালো ।
লিপস্টিকের থেকে ঠোঁটের ক্ষতি এড়াতে চাইলে লিপস্টিক ব্যবহার করার আগে লিপ প্রাইমার বা এসপিএফ যুক্ত লিপ বাম ব্যবহার করুন।


















