শনিবার (০৮ নভেম্বর) পরিষদ চত্ত্বরে এলাকাবাসীর উদ্যোগে দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়ায় হাডুডু প্রতিযোগিতা ঘিরে উৎসব
- প্রকাশকাল ০৪:২০:০০ এএম, রবিবার, ৯ নভেম্বর ২০২৫ ৩ পাঠক
হাডুডু খেলাকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ভিড় জমতে থাকে সর্বস্তরের মানুষের। জেলার বিভিন্ন উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী বেশ কয়েকটি জেলা থেকে মোট আটটি দল অংশ নেয় এ প্রতিযোগিতায়। প্রতিটি ম্যাচেই ছিল উত্তেজনাপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা, যা দর্শকদের মুগ্ধ করে রাখে সারাদিন।
দর্শকেরা জানান, হাডুডু’র মতো গ্রামীণ খেলাধুলা শুধু বিনোদন নয়, এগুলো গ্রামীণ সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতির মূল স্তম্ভ। এমন আয়োজন তরুণ প্রজন্মকে সুস্থ বিনোদনের পথে ফিরিয়ে আনতে কার্যকর ভূমিকা রাখে বলে তারা মনে করেন। মাদকাসক্তি ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সচেতনতা তৈরিতেও এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
স্থানীয় যুবসমাজকে ঐতিহ্যবাহী খেলাধুলার সঙ্গে যুক্ত করা, সামাজিক ঐক্য জোরদার করা এবং গ্রামীণ সংস্কৃতি ধরে রাখার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে বলে জানান তারা। তারা এ প্রতিযোগিতাকে নিয়মিত আয়োজনের ইচ্ছাও প্রকাশ করেন।
















