ঢাকা ০৬:০৮ পিএম, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় হাডুডু প্রতিযোগিতা ঘিরে উৎসব

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০৪:২০:০০ এএম, রবিবার, ৯ নভেম্বর ২০২৫ ৩ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
ঐহিত্যবাহী হাডুডু খেলায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের মানুষ দিনব্যাপী উৎসবে মেতেছিলেন।

শনিবার (০৮ নভেম্বর) পরিষদ চত্ত্বরে এলাকাবাসীর উদ্যোগে দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আধুনিক বিনোদনের ভিড়ে ক্রমেই হারিয়ে যেতে বসা এ ঐতিহ্য পুনরুজ্জীবিত এবং যুবসমাজকে মাদক থেকে বিরত রাখতে স্থানীয়দের এমন উদ্যোগে এলাকায় সৃষ্টি হয় ব্যতিক্রমী উৎসবের পরিবেশ।

হাডুডু খেলাকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ভিড় জমতে থাকে সর্বস্তরের মানুষের। জেলার বিভিন্ন উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী বেশ কয়েকটি জেলা থেকে মোট আটটি দল অংশ নেয় এ প্রতিযোগিতায়। প্রতিটি ম্যাচেই ছিল উত্তেজনাপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা, যা দর্শকদের মুগ্ধ করে রাখে সারাদিন।

মাঠজুড়ে ছিল সব বয়সী মানুষের সরব উপস্থিতি, শিশুদের উচ্ছ্বাস, তরুণদের উল্লাস, বৃদ্ধদের আগ্রহ, নারীদের প্রাণবন্ত উপস্থিতি-সব মিলিয়ে কয়েক হাজার মানুষের পদচারণায় পুরো এলাকা রূপ নেয় মিলনমেলায়। এ খেলাকে কেন্দ্র করে উৎসবের আমেজে মেতে ওঠেন আবালবৃদ্ধাবণিতা।

দর্শকেরা জানান, হাডুডু’র মতো গ্রামীণ খেলাধুলা শুধু বিনোদন নয়, এগুলো গ্রামীণ সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতির মূল স্তম্ভ। এমন আয়োজন তরুণ প্রজন্মকে সুস্থ বিনোদনের পথে ফিরিয়ে আনতে কার্যকর ভূমিকা রাখে বলে তারা মনে করেন। মাদকাসক্তি ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সচেতনতা তৈরিতেও এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এছাড়া, এমন আয়োজন দেখে অত্যন্ত আনন্দিত এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে হাডুডু প্রতিযোগিতা আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।

স্থানীয় যুবসমাজকে ঐতিহ্যবাহী খেলাধুলার সঙ্গে যুক্ত করা, সামাজিক ঐক্য জোরদার করা এবং গ্রামীণ সংস্কৃতি ধরে রাখার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে বলে জানান তারা। তারা এ প্রতিযোগিতাকে নিয়মিত আয়োজনের ইচ্ছাও প্রকাশ করেন।

প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলগুলোর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কুষ্টিয়ায় হাডুডু প্রতিযোগিতা ঘিরে উৎসব

প্রকাশকাল ০৪:২০:০০ এএম, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
ঐহিত্যবাহী হাডুডু খেলায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের মানুষ দিনব্যাপী উৎসবে মেতেছিলেন।

শনিবার (০৮ নভেম্বর) পরিষদ চত্ত্বরে এলাকাবাসীর উদ্যোগে দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আধুনিক বিনোদনের ভিড়ে ক্রমেই হারিয়ে যেতে বসা এ ঐতিহ্য পুনরুজ্জীবিত এবং যুবসমাজকে মাদক থেকে বিরত রাখতে স্থানীয়দের এমন উদ্যোগে এলাকায় সৃষ্টি হয় ব্যতিক্রমী উৎসবের পরিবেশ।

হাডুডু খেলাকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ভিড় জমতে থাকে সর্বস্তরের মানুষের। জেলার বিভিন্ন উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী বেশ কয়েকটি জেলা থেকে মোট আটটি দল অংশ নেয় এ প্রতিযোগিতায়। প্রতিটি ম্যাচেই ছিল উত্তেজনাপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা, যা দর্শকদের মুগ্ধ করে রাখে সারাদিন।

মাঠজুড়ে ছিল সব বয়সী মানুষের সরব উপস্থিতি, শিশুদের উচ্ছ্বাস, তরুণদের উল্লাস, বৃদ্ধদের আগ্রহ, নারীদের প্রাণবন্ত উপস্থিতি-সব মিলিয়ে কয়েক হাজার মানুষের পদচারণায় পুরো এলাকা রূপ নেয় মিলনমেলায়। এ খেলাকে কেন্দ্র করে উৎসবের আমেজে মেতে ওঠেন আবালবৃদ্ধাবণিতা।

দর্শকেরা জানান, হাডুডু’র মতো গ্রামীণ খেলাধুলা শুধু বিনোদন নয়, এগুলো গ্রামীণ সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতির মূল স্তম্ভ। এমন আয়োজন তরুণ প্রজন্মকে সুস্থ বিনোদনের পথে ফিরিয়ে আনতে কার্যকর ভূমিকা রাখে বলে তারা মনে করেন। মাদকাসক্তি ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সচেতনতা তৈরিতেও এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এছাড়া, এমন আয়োজন দেখে অত্যন্ত আনন্দিত এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে হাডুডু প্রতিযোগিতা আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।

স্থানীয় যুবসমাজকে ঐতিহ্যবাহী খেলাধুলার সঙ্গে যুক্ত করা, সামাজিক ঐক্য জোরদার করা এবং গ্রামীণ সংস্কৃতি ধরে রাখার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে বলে জানান তারা। তারা এ প্রতিযোগিতাকে নিয়মিত আয়োজনের ইচ্ছাও প্রকাশ করেন।

প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলগুলোর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।