ঢাকা ০৪:১১ পিএম, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

জনতার দলে যোগ দিল চট্টগ্রাম মহানগর ও জেলা ইউনিট

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০৬:১২:১৮ এএম, সোমবার, ১০ নভেম্বর ২০২৫ ৮ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম জেলা ইউনিট আনুষ্ঠানিকভাবে জনতার দলে যোগ দিয়েছে।

রোববার (৯ নভেম্বর) বিকেল ৪টায় জনতার দলের বনানীর কেন্দ্রীয় কার্যালয়ে দুই ইউনিটের প্রায় ২০ জন প্রতিনিধি নিজ নিজ ইউনিটের পক্ষে আনুষ্ঠানিকভাবে জনতার দলে যোগদান করেন।

অনুষ্ঠানে জনতার দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম কামাল এবং মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আজম খানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন পেশাজীবী প্রতিনিধি উপস্থিত ছিলেন।

দলের পক্ষ থেকে জানানো হয়, চট্টগ্রাম মহানগর ও জেলা ইউনিটের এই যোগদান জনতার দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী, গতিশীল ও কার্যকর করে তুলবে। এটি সারাদেশে দলীয় ঐক্য, নেতৃত্বের প্রসার এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মধারায় একটি নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জনতার দল সাধারণ মানুষের অধিকার ও স্বচ্ছ রাজনীতির প্রতীক হিসেবে কাজ করছে। আমাদের লক্ষ্য দল নয়, দেশ আগে; জনগণের প্রত্যাশা ও অধিকারই আমাদের রাজনীতির মূল শক্তি।

চট্টগ্রামের নেতারা জানান, স্থানীয় পর্যায়ে জনতার দলের প্রতি ব্যাপক আগ্রহ ও সমর্থন তৈরি হয়েছে। তারা মনে করেন, এই ঐক্যবদ্ধ পদক্ষেপ দেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটি ইতিবাচক পরিবর্তন আনবে।

কেন্দ্রীয় নেতৃত্বের বক্তব্যে আরও বলা হয়, সারাদেশে সাংগঠনিক সম্প্রসারণের ধারাবাহিকতায় আগামী দিনগুলোতে বিভাগীয় ও জেলা পর্যায়ে আরও ইউনিট যোগদান করবে।

দলের পক্ষ থেকে আগত নতুন ইউনিটের নেতাকর্মীদের অভিনন্দন জানিয়ে বলা হয়, জনতার দল বিশ্বাস করে রাজনীতি হবে জনগণের কল্যাণে জনগণের শক্তিতেই গড়বে আগামী বাংলাদেশ।

দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম কামাল বলেন, ‘আমাদের একটি নৈতিক কমিটি আছে। এই নৈতিক কমিটি দলের যেকোনো সদস্যকে, এমনকি মহাসচিব ও চেয়ারম্যানকেও, গুরুতর অপরাধের কারণে বহিষ্কার করার ক্ষমতা রাখে।

দলের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আজম খান বলেন, ‘আমাদের চট্টগ্রাম মহানগর কমিটি ১০১ সদস্যের এবং জেলা আহ্বায়ক কমিটিও ১০১ সদস্যের। এই দুই কমিটির পাশাপাশি আরও তিনটি থানা কমিটি প্রস্তুত আছে। যারা অল্প সময়ের মধ্যে আমাদের প্রতি আস্থা ও শ্রদ্ধা রেখে যুক্ত হয়েছেন, সবাইকে অভিনন্দন।’

তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, চট্টগ্রাম মহানগর ও জেলা ইউনিটের এই যোগদান জনতার দলের সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও সবল, গতিশীল ও কার্যকর করে তুলবে। এটি আমাদের দলীয় ঐক্য, শক্তি ও ভবিষ্যৎ কর্মধারায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জনতার দলে যোগ দিল চট্টগ্রাম মহানগর ও জেলা ইউনিট

প্রকাশকাল ০৬:১২:১৮ এএম, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম জেলা ইউনিট আনুষ্ঠানিকভাবে জনতার দলে যোগ দিয়েছে।

রোববার (৯ নভেম্বর) বিকেল ৪টায় জনতার দলের বনানীর কেন্দ্রীয় কার্যালয়ে দুই ইউনিটের প্রায় ২০ জন প্রতিনিধি নিজ নিজ ইউনিটের পক্ষে আনুষ্ঠানিকভাবে জনতার দলে যোগদান করেন।

অনুষ্ঠানে জনতার দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম কামাল এবং মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আজম খানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন পেশাজীবী প্রতিনিধি উপস্থিত ছিলেন।

দলের পক্ষ থেকে জানানো হয়, চট্টগ্রাম মহানগর ও জেলা ইউনিটের এই যোগদান জনতার দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী, গতিশীল ও কার্যকর করে তুলবে। এটি সারাদেশে দলীয় ঐক্য, নেতৃত্বের প্রসার এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মধারায় একটি নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জনতার দল সাধারণ মানুষের অধিকার ও স্বচ্ছ রাজনীতির প্রতীক হিসেবে কাজ করছে। আমাদের লক্ষ্য দল নয়, দেশ আগে; জনগণের প্রত্যাশা ও অধিকারই আমাদের রাজনীতির মূল শক্তি।

চট্টগ্রামের নেতারা জানান, স্থানীয় পর্যায়ে জনতার দলের প্রতি ব্যাপক আগ্রহ ও সমর্থন তৈরি হয়েছে। তারা মনে করেন, এই ঐক্যবদ্ধ পদক্ষেপ দেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটি ইতিবাচক পরিবর্তন আনবে।

কেন্দ্রীয় নেতৃত্বের বক্তব্যে আরও বলা হয়, সারাদেশে সাংগঠনিক সম্প্রসারণের ধারাবাহিকতায় আগামী দিনগুলোতে বিভাগীয় ও জেলা পর্যায়ে আরও ইউনিট যোগদান করবে।

দলের পক্ষ থেকে আগত নতুন ইউনিটের নেতাকর্মীদের অভিনন্দন জানিয়ে বলা হয়, জনতার দল বিশ্বাস করে রাজনীতি হবে জনগণের কল্যাণে জনগণের শক্তিতেই গড়বে আগামী বাংলাদেশ।

দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম কামাল বলেন, ‘আমাদের একটি নৈতিক কমিটি আছে। এই নৈতিক কমিটি দলের যেকোনো সদস্যকে, এমনকি মহাসচিব ও চেয়ারম্যানকেও, গুরুতর অপরাধের কারণে বহিষ্কার করার ক্ষমতা রাখে।

দলের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আজম খান বলেন, ‘আমাদের চট্টগ্রাম মহানগর কমিটি ১০১ সদস্যের এবং জেলা আহ্বায়ক কমিটিও ১০১ সদস্যের। এই দুই কমিটির পাশাপাশি আরও তিনটি থানা কমিটি প্রস্তুত আছে। যারা অল্প সময়ের মধ্যে আমাদের প্রতি আস্থা ও শ্রদ্ধা রেখে যুক্ত হয়েছেন, সবাইকে অভিনন্দন।’

তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, চট্টগ্রাম মহানগর ও জেলা ইউনিটের এই যোগদান জনতার দলের সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও সবল, গতিশীল ও কার্যকর করে তুলবে। এটি আমাদের দলীয় ঐক্য, শক্তি ও ভবিষ্যৎ কর্মধারায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে।’