গতকাল রাতে লা লিগায় ভাইয়েকানোর সঙ্গে গোলশূন্য ড্র করে রিয়াল। ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যেতে পারত তারা। কিন্তু আর্দা গিলেরের দূরপাল্লার শটটা ঝাঁপিয়ে ঠেকান বাতাইয়া। এরপর ম্যাচের বেশির ভাগ সময়ই চলেছে রেয়ালের আক্রমণ বনাম ভাইয়েকানোর রক্ষণ। বল দখলে ছিল রেয়ালের ৫৪ শতাংশ, কিন্তু কার্যকর কোনো আক্রমণ তৈরি করতে পারেনি তারা। ২১ শটের মধ্যে মাত্র পাঁচটি ছিল লক্ষ্যে।
রিয়ালের হোঁচট খাওয়ার রাতে বার্সেলোনার দারুণ জয়
- প্রকাশকাল ০৬:৩৫:১৪ এএম, সোমবার, ১০ নভেম্বর ২০২৫ ৫ পাঠক
দ্বিতীয়ার্ধে ম্যাচের গতি বাড়ে। ৫০তম মিনিটে হোর্হে দে ফ্রুতোসের শট যায় বাইরে, তিন মিনিট পর গিলেরের বাঁকানো শট বেরিয়ে যায় পোস্ট ঘেঁষে। ৫৫তম মিনিটে জুড বেলিংহ্যামের শটও ঝাঁপিয়ে ঠেকান বাতাইয়া। এরপর ৬৯তম মিনিটে ভালভের্দে চেষ্টা করেন দূরপাল্লার শটে, সেবারও সেভ বাতাইয়ার। ম্যাচের শেষ দিকে মিলিতাওয়ের হেডটা নিয়ন্ত্রণে নিয়ে দিনটা নিজের করে নেন এই আর্জেন্টাইন গোলরক্ষক।
লিগের আরেক ম্যাচে প্রতিপক্ষের মাঠে ৪-২ ব্যবধানে জিতেছে বার্সেলোনা। শুরু থেকেই আক্রমণাত্মক ছিল তারা। চতুর্থ মিনিটেই প্রথম সুযোগ পায় দলটি, লেভানদোভস্কির শট ঠেকান সেল্তার গোলরক্ষক। দশম মিনিটে সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন পোলিশ তারকা। গোলরক্ষক ছোঁয়া লাগলেও বল জালে ঢুকে যায়।
কিন্তু আবারও গোল হজম করে বার্সেলোনা। ৪০তম মিনিটে বক্সের বাইরে থেকে জোরাল শটে দর্শনীয় এক গোল করেন বোরহা ইগলেসিয়াস। প্রথমার্ধের যোগ করা সময়ে ইয়ামালের নিচু শটে আবার এগিয়ে যায় বার্সেলোনা। র্যাশফোর্ডের কাট-ব্যাক প্রতিপক্ষের পায়ে লেগে পেয়ে যান ইয়ামাল, ঠান্ডা মাথায় কাছের পোস্ট দিয়ে বল জালে জড়ান এই তরুণ ফরোয়ার্ড।
ম্যাচে তিনটি গোলে অবদান রাখেন র্যাশফোর্ড, যদিও নিজে কোনো গোল পাননি। শেষ দিকে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ফ্রেংকি ডি ইয়ং, যা বার্সেলোনার জন্য কিছুটা দুশ্চিন্তার কারণ হয়ে থাকল। পরের ম্যাচে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে খেলতে পারবেন না এই ডাচ মিডফিল্ডার।
১২ ম্যাচে ৯ জয় ও এক ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে বার্সেলোনা। ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে রেয়াল মাদ্রিদ, যারা দিনের শুরুতে রায়ো ভাইয়েকানোর বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল। ম্যাচে প্রায় ৬২ শতাংশ সময় বল দখলে রেখে ২১ শট নেয় বার্সেলোনা, যার ৯টি ছিল লক্ষ্যে। সেল্তার পাঁচ শটের তিনটি ছিল টার্গেটে।
আন্তর্জাতিক বিরতির পর আগামী ২২ নভেম্বর ঘরের মাঠে আথলেতিক বিলবাওয়ের মুখোমুখি হবে বার্সেলোনা।













