চলতি বছর দূর্গাপুজায় প্রসেনজিৎ অভিনীত ‘দেবী চৌধুরানী’র সঙ্গে একাধিক সিনেমার প্রতিযোগিতা হয়েছিল। অন্যরা এই প্রতিযোগিতা নিয়ে চিন্তিত থাকলেও একমাত্র বুম্বাদা বিষয়টি নিয়ে বিন্দুমাত্র পাত্তা দিতে নারাজ ছিলেন। শুধু নিজের সেরাটা কিভাবে দিতে হয়, সেটাই যেন অভিনেতার একমাত্র লক্ষ্য।
নায়ক নয়, সবাই আমাকে প্রোডাক্ট বানিয়েছিল: প্রসেনজিৎ
সবুজবাংলা টিভি ডটকম-
- প্রকাশকাল ০৬:৪৩:১১ এএম, সোমবার, ১০ নভেম্বর ২০২৫ ৪ পাঠক
প্রসেনজিৎ বলেন, একটা সময় ছিল যখন আমি বাইরে কাজ করতে পারতাম না, হিন্দি সিনেমা করতে পারতাম না কারণ তখন আমার উপরেই সবাই নির্ভর করে থাকত। তখন প্রসেনজিতের সিনেমা মানেই হিট। পরিচালক, প্রযোজক এবং সব থেকে বড় কথা দর্শকদের আমার ওপর যে ভরসা ছিল তা ছেড়ে দিয়ে আমি কোথাও যেতে পারিনি।
হিন্দিতে কাজ করার প্রসঙ্গে অভিনেতা বলেন, এখন যখন আমি একটি ময়ূরাক্ষী করতে পেরেছি, অন্য স্বাদের সিনেমা করতে পেরেছি, যখন বুঝেছি যে আমি আর প্রতিযোগিতায় নেই তখন আমি একটা হিন্দি সিনেমাও করতে পেরেছি আবার একটি মালায়ালাম বা অন্য ভাষার সিনেমাও করার সাহস পেয়েছি। কিন্তু আগে সেই সাহস আমার ছিল না।














