‘ক্ষুদ্র আইএসপিগুলোকে সুরক্ষা দিতে গাইডলাইনে সংশোধন আনা হবে’
- প্রকাশকাল ০৬:৪৬:১৭ এএম, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫ ২৫ পাঠক
ইন্টারনেট সেবা দেওয়া ক্ষুদ্র আইএসপিগুলোকে প্রটেকশন দিতে প্রস্তাবিত গাইডলাইনে প্রয়োজনীয় সংশোধন আনা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব।
রোববার (২৩ নভেম্বর) রাত পৌনে ১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানিয়েছেন।
তিনি লিখেছেন, সরকার ছোট ছোট আইএসপিগুলোকে সর্বোচ্চ প্রটেকশন দেবে। আপনারা ধৈর্য রাখুন, সরকার আপনাদের সাথে আছে। এফটিএসপি লাইসেন্সে রেভেনিউ শেয়ারিং, সোশ্যাল অবলিগেশন ফান্ড, বড় আইএসপির ফ্রেঞ্চাইজি, ট্রিপল প্লে- এই চার বিষয়ের প্রতিটিতে ছোট আইএসপিগুলোর স্বার্থকে যৌক্তিকভাবে সুরক্ষা দেওয়া হবে।
অন্তর্বর্তী সরকার আইএসপিগুলোকে ক্ষুদ্র উদ্যোক্তা বা এসএমই হিসেবে দেখে। স্থানীয়পর্যায়ে কর্মসংস্থান তৈরি করছে বলে এই প্রতিষ্ঠানগুলোর বিষয়ে আমাদের সর্বোচ্চ মনোযোগ রয়েছে।
ছোট আইএসপিগুলোকে প্রটেকশন দিতে প্রস্তাবিত ড্রাফট গাইডলাইনে প্রয়োজনীয় সংশোধন আনা হবে।
























