ফোনটিতে রয়েছে ৬.৭ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে। ভিডিও দেখা, সোশ্যাল মিডিয়া ব্যবহার বা হালকা গেমিং—সব ক্ষেত্রেই ডিসপ্লের রং ও উজ্জ্বলতা যথেষ্ট ভালো বলে দাবি নির্মাতার।
বাজেট স্মার্টফোন GigaX Y11
সবুজবাংলা টিভি ডটকম-
- প্রকাশকাল ০৬:২৯:৩৭ এএম, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫ ২৯ পাঠক
ছবির জন্য রয়েছে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। সাধারণ ফটোগ্রাফি ও ভিডিও কলে এটি যথেষ্ট সাপোর্ট দেবে।
রিগাল ব্লু ও নিও টাইটানিয়াম-এই দুটি রঙে পাওয়া যাবে ফোনটি। জিডিএল জানিয়েছে, সাশ্রয়ী দামে নির্ভরযোগ্য পারফরম্যান্স দিতে GigaX Y11 বাজারে আনা হয়েছে। দেশের বিভিন্ন দোকান ও অনলাইনে ফোনটি পাওয়া যাচ্ছে।
























