ঢাকা ০৬:৫৯ পিএম, বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বাজেট স্মার্টফোন GigaX Y11

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০৬:২৯:৩৭ এএম, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫ ২৯ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
গ্রামীণ ডিস্ট্রিবিউশন লিমিটেড (জিডিএল) দেশের বাজারে এনেছে নতুন স্মার্টফোন GigaX Y11। দাম রাখা হয়েছে ৭,৯৯০ টাকা। বড় ডিসপ্লে, ভালো ব্যাটারি আর প্রয়োজনীয় ফিচারের কারণে বাজেট ব্যবহারকারীদের জন্য এটি আকর্ষণীয় অপশন বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

ফোনটিতে রয়েছে ৬.৭ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে। ভিডিও দেখা, সোশ্যাল মিডিয়া ব্যবহার বা হালকা গেমিং—সব ক্ষেত্রেই ডিসপ্লের রং ও উজ্জ্বলতা যথেষ্ট ভালো বলে দাবি নির্মাতার।

ডিভাইসটিতে ব্যবহৃত হয়েছে ইউনিসক T603 প্রসেসর, সঙ্গে ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ। দৈনন্দিন অ্যাপ ব্যবহার, ইন্টারনেট ব্রাউজিং বা সাধারণ কাজগুলো সহজেই সামলাতে পারবে বলে জানিয়েছে জিডিএল।

ছবির জন্য রয়েছে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। সাধারণ ফটোগ্রাফি ও ভিডিও কলে এটি যথেষ্ট সাপোর্ট দেবে।

দীর্ঘ সময় ব্যবহারের জন্য আছে ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। নিরাপত্তার জন্য রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, সঙ্গে জিপিএস ও ওটিজি সাপোর্ট।

রিগাল ব্লু ও নিও টাইটানিয়াম-এই দুটি রঙে পাওয়া যাবে ফোনটি। জিডিএল জানিয়েছে, সাশ্রয়ী দামে নির্ভরযোগ্য পারফরম্যান্স দিতে GigaX Y11 বাজারে আনা হয়েছে। দেশের বিভিন্ন দোকান ও অনলাইনে ফোনটি পাওয়া যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাজেট স্মার্টফোন GigaX Y11

প্রকাশকাল ০৬:২৯:৩৭ এএম, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
গ্রামীণ ডিস্ট্রিবিউশন লিমিটেড (জিডিএল) দেশের বাজারে এনেছে নতুন স্মার্টফোন GigaX Y11। দাম রাখা হয়েছে ৭,৯৯০ টাকা। বড় ডিসপ্লে, ভালো ব্যাটারি আর প্রয়োজনীয় ফিচারের কারণে বাজেট ব্যবহারকারীদের জন্য এটি আকর্ষণীয় অপশন বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

ফোনটিতে রয়েছে ৬.৭ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে। ভিডিও দেখা, সোশ্যাল মিডিয়া ব্যবহার বা হালকা গেমিং—সব ক্ষেত্রেই ডিসপ্লের রং ও উজ্জ্বলতা যথেষ্ট ভালো বলে দাবি নির্মাতার।

ডিভাইসটিতে ব্যবহৃত হয়েছে ইউনিসক T603 প্রসেসর, সঙ্গে ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ। দৈনন্দিন অ্যাপ ব্যবহার, ইন্টারনেট ব্রাউজিং বা সাধারণ কাজগুলো সহজেই সামলাতে পারবে বলে জানিয়েছে জিডিএল।

ছবির জন্য রয়েছে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। সাধারণ ফটোগ্রাফি ও ভিডিও কলে এটি যথেষ্ট সাপোর্ট দেবে।

দীর্ঘ সময় ব্যবহারের জন্য আছে ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। নিরাপত্তার জন্য রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, সঙ্গে জিপিএস ও ওটিজি সাপোর্ট।

রিগাল ব্লু ও নিও টাইটানিয়াম-এই দুটি রঙে পাওয়া যাবে ফোনটি। জিডিএল জানিয়েছে, সাশ্রয়ী দামে নির্ভরযোগ্য পারফরম্যান্স দিতে GigaX Y11 বাজারে আনা হয়েছে। দেশের বিভিন্ন দোকান ও অনলাইনে ফোনটি পাওয়া যাচ্ছে।