ঢাকা ০৭:৪৮ পিএম, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বনানী ও বসুন্ধরায় মিলবে খুলনার বিখ্যাত চুই ঝালের মাংসের স্বাদ

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০৭:২১:০৬ এএম, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫ ৬ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
ঢাকায় বসেই এখন উপভোগ করা যাবে খুলনার বিখ্যাত চুই–ঝালের মাংসের স্বাদ। খুলনায় না গিয়েই বনানী ও বসুন্ধরায় পাওয়া যাচ্ছে এই অনন্য স্বাদের খাবার।

এ ছাড়া রয়েছে খাসির কাচ্চি, তেহারি, মোরগ পোলাও, খিচুড়ি ও নানা ধরনের মুখরোচক আইটেম। শতভাগ ভেজালমুক্ত এসব লোভনীয় খাবার মিলবে ‘চুই অ্যান্ড কাচ্চি’ (Chui & Kacchi) রেস্তোরাঁয়।

প্রতিষ্ঠানটি জানায়, তারা সব ধরনের অনুষ্ঠান ও ক্যাটারিং সার্ভিসের মাধ্যমে খাবার সরবরাহ করে থাকে। গ্রাহকদের জন্য বনানী ব্রাঞ্চের ঠিকানা-রোড ১১, ব্লক এফ, হাউস ৪৩, নিচতলা। আর বসুন্ধরা ব্রাঞ্চের ঠিকানা-অ্যাপোলো হাসপাতাল গেট, মেট্রো কিচেন গলি, ভাটারা, ঢাকা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বনানী ও বসুন্ধরায় মিলবে খুলনার বিখ্যাত চুই ঝালের মাংসের স্বাদ

প্রকাশকাল ০৭:২১:০৬ এএম, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
ঢাকায় বসেই এখন উপভোগ করা যাবে খুলনার বিখ্যাত চুই–ঝালের মাংসের স্বাদ। খুলনায় না গিয়েই বনানী ও বসুন্ধরায় পাওয়া যাচ্ছে এই অনন্য স্বাদের খাবার।

এ ছাড়া রয়েছে খাসির কাচ্চি, তেহারি, মোরগ পোলাও, খিচুড়ি ও নানা ধরনের মুখরোচক আইটেম। শতভাগ ভেজালমুক্ত এসব লোভনীয় খাবার মিলবে ‘চুই অ্যান্ড কাচ্চি’ (Chui & Kacchi) রেস্তোরাঁয়।

প্রতিষ্ঠানটি জানায়, তারা সব ধরনের অনুষ্ঠান ও ক্যাটারিং সার্ভিসের মাধ্যমে খাবার সরবরাহ করে থাকে। গ্রাহকদের জন্য বনানী ব্রাঞ্চের ঠিকানা-রোড ১১, ব্লক এফ, হাউস ৪৩, নিচতলা। আর বসুন্ধরা ব্রাঞ্চের ঠিকানা-অ্যাপোলো হাসপাতাল গেট, মেট্রো কিচেন গলি, ভাটারা, ঢাকা।