রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১১:৫৯ অপরাহ্ন

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির গ্রেফতার
সবুজবাংলা টিভি
প্রকাশ রবিবার, ২৫ এপ্রিল, ২০২১

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ও খেলাফতে মজলিসের মহাসচিব আহমেদ আব্দুল কাদেরকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। শনিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গোয়েন্দা পুলিশের একটি নির্ভরশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ২০১৩ সালের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনার এক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও সম্প্রতি হেফাজতে ইসলামের চালানো সহিংসতার ঘটনায়ও তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে।

আহমেদ আব্দুল কাদেরকে গ্রেফতারের পর খেলাফতে মজলিসের আমীর মোহাম্মস ইসাহাক নিন্দা জানিয়ে একটি বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তাকে অবলম্বে মুক্তির দাবি জানানো হয়েছে।

এই পাতার আরো খবর