বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০২:৫৮ পূর্বাহ্ন

ছাত্র অধিকারের আকরাম কারাগারে

সবুজবাংলা টিভি / ২৭০ পাঠক
প্রকাশ সোমবার, ৩ মে, ২০২১

ঢাকা মেডিকেল থেকে আসামি ছিনতাই মামলায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আকরাম হোসেনকে দুই দিনের রিমান্ড শেষে করাগারে পাঠানো হয়েছে।

রবিবার (২ মে) দুপুরে ঢাকার মুখ্য মহানগর আদালতের (সিএমএম) হাকিম মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালত এ আদেশ দেয়।

রিমান্ড শেষে আকরামকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা রমনা জোনাল টিমের উপ পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম খান। আর আসামি পক্ষে জামিন আবেদন করেন কাজী জয়নাল আবেদীন ও খাদেমুল ইসলাম। রাষ্ট্রপক্ষ থেকে আদালতে শাহবাগ থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা মো. নিজামুদ্দিন জামিনের বিরোধীতা করেন।

উভয়পক্ষের শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন প্রত্যাখ্যান করে আকরামকে কাারাগারে আটক রাখার আদেশ দেন।

রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে গত বুধবার রাত ১টার দিকে আকরামকে গ্রেফতার করে ডিপি পুলিশ। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা রমনা জোনাল টিমের উপপরিদর্শক সাইফুল ইসলাম খান। বিচারক দুই দিনের রিমান্ড আদেশ দেন।


এই পাতার আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর