ঢাকা ০৪:৩৩ এএম, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ফ্যাসিজম এলে কেউ রক্ষা পায় না: মির্জা ফখরুল

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০২:০০:৪৬ এএম, শুক্রবার, ২১ মে ২০২১ ২৮৩ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে সাংবাদিকদের ওপর অত্যাচার নেমে এসেছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিজম এলে কেউ রক্ষা পায় না। এই সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

বৃহস্পতিবার (২০ মে) বিএনপি আয়োজিত ‘অবরুদ্ধ গণতন্ত্র, শৃঙ্খলিত গণমাধ্যম মুক্তির পথ কী?’ শীর্ষক এক ভার্চ্যুয়াল আলোচনা সভায় প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের জামিন বিষয়ে আদেশ পেছানোর সমালোচনা করে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব বলেন, রোজিনা ইসলামের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা সামগ্রিক বাংলাদেশের চেহারা। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরই একের পর এক সাংবাদিকদের ওপর অত্যাচার নেমে এসেছে।

তিনি বলেন, এত দিন ভিন্নমতের রাজনীতিবিদ ও সাংবাদিকদের ওপর সরকারের নিপীড়ন চলেছে। এখন তা গণমাধ্যমের ওপরে এসেছে।

রাজনীতিবিদদের পুরোনো কৌশল সাংবাদিকের ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, জামিনের শুনানি আজ হয়েছে। রায় দেবে রোববার। সেই পুরোনো কৌশল! রাজনীতিবিদদের সঙ্গে এত দিন যা হয়ে এসেছে, সেটাই এখন এই রাষ্ট্রের চরিত্র।

বিএনপির নেতা-কর্মীদের ‘গুম’, খুন এবং বিভিন্ন সময়ে সাংবাদিকদের হয়রানি ও নির্যাতনের বিষয়ে অনেক গণমাধ্যম নীরব ছিল বলে সমালোচনা করেন বিএনপির মহসচিব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফ্যাসিজম এলে কেউ রক্ষা পায় না: মির্জা ফখরুল

প্রকাশকাল ০২:০০:৪৬ এএম, শুক্রবার, ২১ মে ২০২১

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে সাংবাদিকদের ওপর অত্যাচার নেমে এসেছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিজম এলে কেউ রক্ষা পায় না। এই সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

বৃহস্পতিবার (২০ মে) বিএনপি আয়োজিত ‘অবরুদ্ধ গণতন্ত্র, শৃঙ্খলিত গণমাধ্যম মুক্তির পথ কী?’ শীর্ষক এক ভার্চ্যুয়াল আলোচনা সভায় প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের জামিন বিষয়ে আদেশ পেছানোর সমালোচনা করে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব বলেন, রোজিনা ইসলামের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা সামগ্রিক বাংলাদেশের চেহারা। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরই একের পর এক সাংবাদিকদের ওপর অত্যাচার নেমে এসেছে।

তিনি বলেন, এত দিন ভিন্নমতের রাজনীতিবিদ ও সাংবাদিকদের ওপর সরকারের নিপীড়ন চলেছে। এখন তা গণমাধ্যমের ওপরে এসেছে।

রাজনীতিবিদদের পুরোনো কৌশল সাংবাদিকের ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, জামিনের শুনানি আজ হয়েছে। রায় দেবে রোববার। সেই পুরোনো কৌশল! রাজনীতিবিদদের সঙ্গে এত দিন যা হয়ে এসেছে, সেটাই এখন এই রাষ্ট্রের চরিত্র।

বিএনপির নেতা-কর্মীদের ‘গুম’, খুন এবং বিভিন্ন সময়ে সাংবাদিকদের হয়রানি ও নির্যাতনের বিষয়ে অনেক গণমাধ্যম নীরব ছিল বলে সমালোচনা করেন বিএনপির মহসচিব।