সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৪ পূর্বাহ্ন

একদিনে আরও ২৬ মৃত্যু
সবুজবাংলা টিভি
প্রকাশ শুক্রবার, ২১ মে, ২০২১

করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৩১০ জনে। এছাড়া নতুন করে আরও ১ হাজার ৫০৪ জন আক্রান্ত হয়েছেন ভাইরাসটিতে। ফলে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭ লাখ ৮৬ হাজার ৬৯৮ জনে।

শুক্রবার (২১ মে) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৫২৯ জন করোনামুক্ত হয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৭ লাখ ২৯ হাজার ৩৯ জন। গত একদিনে ১৮ হাজার ৩৯৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ২৯৪টি নমুনা। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৭ লাখ ৯৩ হাজার ১৭৭টি।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্তের কথা জানায় সরকার। গত বছরের মে মাসের মাঝামাঝি থেকে সংক্রমণ বাড়তে শুরু করে। আগস্টের তৃতীয় সপ্তাহ পর্যন্ত শনাক্তের হার ২০ শতাংশের ওপরে ছিল।

এ বছর মার্চে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। প্রথম ঢেউয়ের চেয়ে এবার সংক্রমণ বেশি তীব্র। মধ্যে কয়েক মাস ধরে শনাক্তের চেয়ে সুস্থ বেশি হওয়ায় দেশে চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে আসছিল। কিন্তু মার্চ থেকে চিকিৎসাধীন রোগীর সংখ্যাও আবার বাড়তে শুরু করেছে।

এই পাতার আরো খবর