ঢাকা ০৬:২১ পিএম, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ধান ভাগাভাগি নিয়ে কৃষক খুন

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০১:৫০:১২ এএম, শনিবার, ১০ এপ্রিল ২০২১ ১৪৫৫ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটের গোয়াইনঘাটে বর্গা জমির ধান ভাগাভাগি নিয়ে প্রতিপক্ষের হামলায় ময়না মিয়া (৫৫) নামের এক কৃষক খুন হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার জাতুগ্রাম উত্তর হাওরে এ ঘটনা ঘটে। নিহত ময়না মিয়া জাতুগ্রামের মকদ্দস আলীর ছেলে।

জানা যায়, একই গ্রামের আব্দুস ছোবহানের মালিকানা কিছু জমি বর্গা চাষী হিসেবে ময়না মিয়া চলতি মৌসুমে বোরো ধান চাষাবাদ করেন। শুক্রবার দুপুরে জমির মালিক ও বর্গাচাষী দু’জন মিলে ধান ভাগাভাগি করতে হাওরে যান। এ সময় জমির ফসল ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়।

এক পর্যায়ে আব্দুস ছোবহান ও তার সাথে থাকা লোকজন দেশীয় অস্ত্র দিয়ে ময়না মিয়াদের উপর হামলা চালায়। এতে মাটিতে লুটিয়ে পড়েন ময়না মিয়া। এসময় হাওরে থাকা লোকজন রক্তমাখা অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ময়না মিয়াকে মৃত বলে ঘোষণা করেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত একজনকে আটক করেছে পুলিশ। বাকিদের ধরতে অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ধান ভাগাভাগি নিয়ে কৃষক খুন

প্রকাশকাল ০১:৫০:১২ এএম, শনিবার, ১০ এপ্রিল ২০২১

সিলেটের গোয়াইনঘাটে বর্গা জমির ধান ভাগাভাগি নিয়ে প্রতিপক্ষের হামলায় ময়না মিয়া (৫৫) নামের এক কৃষক খুন হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার জাতুগ্রাম উত্তর হাওরে এ ঘটনা ঘটে। নিহত ময়না মিয়া জাতুগ্রামের মকদ্দস আলীর ছেলে।

জানা যায়, একই গ্রামের আব্দুস ছোবহানের মালিকানা কিছু জমি বর্গা চাষী হিসেবে ময়না মিয়া চলতি মৌসুমে বোরো ধান চাষাবাদ করেন। শুক্রবার দুপুরে জমির মালিক ও বর্গাচাষী দু’জন মিলে ধান ভাগাভাগি করতে হাওরে যান। এ সময় জমির ফসল ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়।

এক পর্যায়ে আব্দুস ছোবহান ও তার সাথে থাকা লোকজন দেশীয় অস্ত্র দিয়ে ময়না মিয়াদের উপর হামলা চালায়। এতে মাটিতে লুটিয়ে পড়েন ময়না মিয়া। এসময় হাওরে থাকা লোকজন রক্তমাখা অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ময়না মিয়াকে মৃত বলে ঘোষণা করেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত একজনকে আটক করেছে পুলিশ। বাকিদের ধরতে অভিযান চলছে।