বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০১:২৮ পূর্বাহ্ন

টিসিবি’র ৮০ টাকায় খেজুর বিক্রি শুরু আজ

সবুজবাংলা টিভি / ৪৬১ পাঠক
প্রকাশ শনিবার, ১০ এপ্রিল, ২০২১

পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিম্ন আয়ের মানুষের জন্য ট্রেডিং কর অব করপোরেশন বাংলাদেশ (টিসিবি)’র ট্রাক সেলে ন্যায্যমূল্যে খেচুর বিক্রি শুরু করবে। আজ শনিবার থেকে প্রতি কেজি খেজুর ৮০ টাকা করে কিনতে পারবেন ক্রেতারা।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, শনিবার থেকে টিসিবির খেজুর বিক্রি শুরু হবে। ৮০ টাকা দরে প্রতি ভোক্তা এক কেজি করে খেজুর কিনতে পারবেন।

টিসিবি জানিয়েছে, চলতি বছর রমজানে প্রতি ট্রাকে ১০০ কেজি খেজুর বরাদ্দ করা হচ্ছে। এ ছাড়া ৮০০ থেকে এক হাজার ২০০ কেজি চিনি, ৬০০ থেকে ৭৫০ কেজি মসুর ডাল, এক হাজার ২০০ থেকে দেড় হাজার লিটার সয়াবিন তেল, ৩০০ থেকে ১০০০ কেজি পেঁয়াজ এবং ৪০০ থেকে এক হাজার কেজি ছোলা বরাদ্দ করা হয়েছে।

সরকারী সংস্থাটি জানিয়েছে, পয়লা এপ্রিল থেকে ট্রাক সেলে একজন ক্রেতা দিনে ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ ৪ কেজি চিনি, ৫৫ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল, ১০০ টাকা দরে ৫ লিটার সয়াবিন তেল এবং ২০ টাকা দরে ৫ কেজি পেঁয়াজ কিনতে পারছেন। এ ছাড়া ২ কেজি ছোলা ৫৫ টাকা দরে এবং এক কেজি খেজুর ৮০ টাকা দরে পাবেন।


এই পাতার আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর