শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৮ অপরাহ্ন

করোনার দ্বিতীয় ডোজ টিকা নিলেন কাদের
সবুজবাংলা টিভি
প্রকাশ সোমবার, ২৪ মে, ২০২১

করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (২৪ মে) সকাল ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)  হাসপাতালে করোনার দ্বিতীয় ডোজ টিকা নেন তিনি।

এর আগে ৩১ মার্চ সকাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে করোনার টিকার প্রথম ডোজ নিয়েছিলেন তিনি।

উল্লেখ্য, বাংলাদেশে গত ২৭ জানুয়ারি থেকে করোনা ভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু হয়। সেদিন দেশে প্রথম টিকা নেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্স। এরপর ৭ ফেব্রুয়ারি সারা দেশে গণ টিকাদান কার্যক্রম শুরু হয়।

ব্রেকিংনিউজ/আরএইচ/এমআর

এই পাতার আরো খবর