বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৯:৩৫ পূর্বাহ্ন

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, কারাগারে ধর্ষক
সবুজবাংলা টিভি
প্রকাশ মঙ্গলবার, ১ জুন, ২০২১

সিলেট নগরীতে বাক প্রতিবন্ধী এক তরুণী ধর্ষিত হয়েছে। এ ঘটনায় ধর্ষক বোরহান উদ্দিনকে (৪৫) গ্রেফতার করা হয়েছে। সোমবার (৩১ মে) বিকালে জালালাবাদ থানার পুলিশ তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তি নগরের পাঠানটুলা মোহনা ১৩০ নম্বর বাসার মৃত আনোয়ার মিয়ার ছেলে। তার বিরুদ্ধে বাক প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ওই তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় তাকে সিলেট ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, ২৬ বছর বয়সী ওই তরুণী একজন বাক প্রতিবন্ধী। সে অভিযুক্ত বোরহান উদ্দিনের বাসায় কাজ করতো। সেই সুবাধে বোরহান উদ্দিন তরুণীকে ধর্ষণ করেন। তরুণীর পরিবার দাবি সে এখন অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। এজন্য তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা খান জানান, ওই তরুণী আসামীর বাসায় কাজ করতেন। সেই সুবাধে আসামী তাকে ধর্ষণ করেন। ধর্ষক বোরহান উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিমকে ওসমানী হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিসে (ওসিসি) ভর্তি করা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট এলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

এই পাতার আরো খবর