‘ইয়াসে’ ২৬ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত, ১৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত
- প্রকাশকাল ১১:৫৯:০৮ এএম, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১ ২৩৯ পাঠক
ভারতের পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানা শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এর প্রবাব পড়ে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলেও। এতে দেশের ১৬ জেলার ৮২ উপজেলা এবং ১৩ পৌরসভায় প্রায় ১৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিধ্বস্ত হয়েছে প্রায় ২৬ হাজার ঘরবাড়ি। মারা গেছে অন্তত ৯ জন।
ইয়াস পরবর্তী স্থানীয় প্রশাসনের দেয়া প্রাথমিক তথ্যের ভিত্তিতে ক্ষয়ক্ষতির পরিসংখ্যান তৈরি করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর। আনুমানিক ক্ষয়ক্ষতি ও জরুরি চাহিদা (এসওএস) নিরূপণ ফরমের মাধ্যমে পাঠানো তথ্যের ভিত্তিতে এ ক্ষতির পরিসংখ্যান তৈরি করা হয়েছে।
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় ‘ইয়াস’ গত ২৬ মে দুপুর ১২টা থেকে ৩টার মধ্যে ভারতের ডামরার উত্তর ও বালাশোরের দক্ষিণ দিক দিয়ে ভারতের উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করে।
ইয়াসের তাণ্ডবে বাংলাদেশে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে সাতক্ষীরা জেলার। জেলায় ৯৪ হাজার ৮৫০ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। জেলার ৬ হাজার ৭৩৮ হেক্টর মাছের ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে।
এছাড়াও ঘূর্ণিঝড়টির প্রভাবে বাগেরহাট, বরিশাল, ভোলা, কক্সবাজার, নোয়াখালী, খুলনা ও পিরোজপুর অঞ্চলে ঘরবাড়ি ও ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়।
























