ঢাকা ০৫:৩৪ এএম, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে বজ্রপাতে ২ জনের মৃত্যু

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০১:৫৭:৩২ পিএম, শুক্রবার, ৪ জুন ২০২১ ২৭০ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ধান নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার সন্ধ্যার এ বজ্রপাতে নিহতরা হলেন- উপজেলার বাঙ্গালা ইউনিয়নের পাড়মোড়দহ গ্রামের মৃত্যু আব্দুর রহিমের ছেলে সেলিম রেজা (৩০) ও বড়পাঙ্গাসী ইউনিয়নের হাওড়া গ্রামের লালচাঁন মিয়ার ছেলে আব্দুল আলিম (৩৭)।

বাঙ্গালা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বর মো. সেরাজুল ইসলাম লিটন জানান, অটোভ্যানে করে ধান নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে সেলিম রেজা মারা যায়।

শুক্রবার সকালে মোড়দহ গাড়াবাড়ী দাখিল মাদরাসায় জানাজা শেষে তার মরদেহ দাফন করা হয়।

অপরদিকে বড়পাঙ্গাসীর ইউপি চেয়ারম্যান জানান, হাওড়া গ্রামের লালচাঁন মিয়ার ছেলে আব্দুল আলিম হাওড়া থেকে অটোভ্যানে করে ৬ জন যাত্রী নিয়ে মোহনপুরের উদ্দেশ্যে রওনা দেন। পথে চাড়া বটতালা এলাকায় পৌঁছুলে বজ্রপাতে আলিমের মৃত্যু হয়। এসময় অটোভ্যানের অন্য যাত্রীরা আহত হন।

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মওদুদ আহমেদ জানান, বজ্রপাতে দুজনের মৃত্যুর ঘটনা তিনি শুনেছেন। প্রশাসনের পক্ষ থেকে নিহতদের প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিরাজগঞ্জে বজ্রপাতে ২ জনের মৃত্যু

প্রকাশকাল ০১:৫৭:৩২ পিএম, শুক্রবার, ৪ জুন ২০২১

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ধান নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার সন্ধ্যার এ বজ্রপাতে নিহতরা হলেন- উপজেলার বাঙ্গালা ইউনিয়নের পাড়মোড়দহ গ্রামের মৃত্যু আব্দুর রহিমের ছেলে সেলিম রেজা (৩০) ও বড়পাঙ্গাসী ইউনিয়নের হাওড়া গ্রামের লালচাঁন মিয়ার ছেলে আব্দুল আলিম (৩৭)।

বাঙ্গালা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বর মো. সেরাজুল ইসলাম লিটন জানান, অটোভ্যানে করে ধান নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে সেলিম রেজা মারা যায়।

শুক্রবার সকালে মোড়দহ গাড়াবাড়ী দাখিল মাদরাসায় জানাজা শেষে তার মরদেহ দাফন করা হয়।

অপরদিকে বড়পাঙ্গাসীর ইউপি চেয়ারম্যান জানান, হাওড়া গ্রামের লালচাঁন মিয়ার ছেলে আব্দুল আলিম হাওড়া থেকে অটোভ্যানে করে ৬ জন যাত্রী নিয়ে মোহনপুরের উদ্দেশ্যে রওনা দেন। পথে চাড়া বটতালা এলাকায় পৌঁছুলে বজ্রপাতে আলিমের মৃত্যু হয়। এসময় অটোভ্যানের অন্য যাত্রীরা আহত হন।

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মওদুদ আহমেদ জানান, বজ্রপাতে দুজনের মৃত্যুর ঘটনা তিনি শুনেছেন। প্রশাসনের পক্ষ থেকে নিহতদের প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে দেয়া হবে।