গুগল কিপের ব্যবহার বাড়াবে অ্যানড্রয়েড ১৪
সবুজবাংলা টিভি ডটকম-
- প্রকাশকাল ০৭:০৮:২৬ এএম, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩ ২১০ পাঠক
গুগল কিপ হচ্ছে অ্যানড্রয়েড ডিভাইসে নোট নেয়ার জন্য প্রচলিত অ্যাপ। বর্তমানে এটিতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার নিশ্চিতে আপডেট চলছে।
অ্যানড্রয়েড অথরিটির তথ্যানুযায়ী, নতুন অপারেটিং সিস্টেমে (অ্যানড্রয়েড ১৪) ডিফল্ট নোট অ্যাপ হিসেবে গুগল কিপ জায়গা করে নিতে পারে।
এছাড়া এতে স্টাইলাস সাপোর্ট যুক্ত করার কাজও চলছে। পিক্সেল ট্যাবলেটের সঙ্গে গুগলের ডিজিটাল পেন আসবে। সেটির ব্যবহার নিশ্চিতে এ ফিচার যুক্ত করা হবে।



















