রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৭:১৯ পূর্বাহ্ন

ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র সাময়িক বন্ধ
সবুজবাংলা টিভি
প্রকাশ শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১

করোনা সংক্রমণ রোধের লক্ষ্যে সারা দেশে চলমান এক সপ্তাহের (১৪ থেকে ২১ এপ্রিল) লকডাউনে সাময়িক বন্ধ থাকবে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র।

বুধবার (১৪ এপ্রিল) ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন এ তথ্য জানায়।

ভারতীয় হাইকমিশন জানায়, বাংলাদেশ সরকার কর্তৃক ১৪-২১ এপ্রিল পর্যন্ত বাস্তবায়িত লকডাউনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশজুড়ে সমস্ত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

ইতোমধ্যে জমা দেওয়া আবেদনসমূহের বিষয়ে জানতে এবং যেকোনো জরুরি অনুরোধের জন্য visahelp.dhaka@mea.gov.in ঠিকানায় যোগাযোগ করতে বলা হয়েছে।

এই পাতার আরো খবর