রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৯:১৯ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে করোনায় শতাধিক মৃত্যু
সবুজবাংলা টিভি
প্রকাশ শনিবার, ২৬ জুন, ২০২১
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে ১০১ জনে দাঁড়িয়েছে।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী।
মৃতদের মধ্যে রামেকে দুজন ও আরেকজন ঢাকার রাজারবাগ সেন্ট্রাল পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানিয়েছেন, জেলায় ২৪ ঘণ্টায় রামেকের (রাজশাহী মেডিকেল কলেজ) ল্যাবে ৭১ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জন, জেলাব্যাপী অ্যান্টিজেন টেস্টে ২৩২ জনের নমুনা পরীক্ষায় ২৬ জনসহ নতুন করে মোট ৪০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৩ দশমিক ২০ শতাংশ।
তিনি আরও জানিয়েছেন, জেলায় মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯০৭ জন। মোট সুস্থ হয়েছেন ২ হাজার ৪৮৬ জন। বর্তমানে জেলায় মোট চিকিৎসাধীন ১ হাজার ৩২৪ জন। মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ২১ হাজার ৯৯৩ জনের।
চাঁপাইনবাবগঞ্জের ডেডিকেটেড করোনা ইউনিটে সব সময় রোগীর চাপ লেগেই থাকছে। ৭২ শয্যার ইউনিটে ৭২ জন রোগী চিকিৎসাধীন বলে জানিয়েছেন ওই ইউনিটের তথ্য কর্মকর্তা ডা. আহনাফ শাহরিয়ার।
এই পাতার আরো খবর
জনপ্রিয়
সর্বশেষ