ঢাকা ১১:০১ পিএম, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত, থানায় অভিযোগ

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০৯:৫৮:০৬ এএম, শনিবার, ২৯ জুন ২০২৪ ১১৪ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জমি নিয়ে বিরোধের জের ধরে নগরীর ভাটিখানা এলাকায় আপন চাচাতো ভাই ও তার পরিবারের হামলার শিকার হয়েছেন একই পরিবারের তিনজন। 

হামলায় গুরুতর আহত ইমরান খান নামের একজনকে ভর্তি করা হয়েছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। ইমরান ইউরোটেল বিডি অনলাইন লিমিটেডের গ্রাফিক্স ডিজাইনার।

শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে ভাটিখানা এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনায় মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আহত পরিবার। তদন্ত করে এ ঘটনার বিচারের আশ্বাস দিয়েছেন থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান।

আহতরা হলেন- ভাটিখানা জোর মসজিদ এলাকার বাসিন্দা মোবারক আলী খানের ছেলে নাঈম খান, ইমরান খান এবং নাঈমের স্ত্রী ফারজানা খানম।

এছাড়া হামলাকারীরা হলেন- আহতদের চাচাতো ভাই ইয়াছিন খান, চাচাতো বোন নাসরিন খান ও চাচী রুবি বেগম। ‍এর  মধ্যে  ইয়াছিন  একটি অপহরণ মামলার আসামি বলে সূত্রে জানা গেছে।

আহত ইমরান খান জানান, ‘ভাটিখানায় তাদের ৭ শতাংশ জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তাদের চাচা এবং চাচাতো ভাইয়েরা অনৈতিকভাবে প্রাপ্ত অংশের বেশি জমি ভোগ করে আসছে।

দুই পক্ষের যৌথ মতেই শুক্রবার ওই জমি মাপা হলে বাবা ও চাচা সমানভাগ পান। কিন্তু চাচী এবং চাচাতো ভাইয়েরা অনৈতিকভাবে অতিরিক্ত জমি দাবি করে।

এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায় চাচাতো ভাই ইয়াছিন খান, চাচাতো বোন নাসরিন খান ও চাচী রুবি বেগম লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা করে। এসময় নাঈম খান, ইমরান খান এবং নাঈমের স্ত্রী ফারজানা খানমকে নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করে।

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান বলেন, ‘এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত, থানায় অভিযোগ

প্রকাশকাল ০৯:৫৮:০৬ এএম, শনিবার, ২৯ জুন ২০২৪

জমি নিয়ে বিরোধের জের ধরে নগরীর ভাটিখানা এলাকায় আপন চাচাতো ভাই ও তার পরিবারের হামলার শিকার হয়েছেন একই পরিবারের তিনজন। 

হামলায় গুরুতর আহত ইমরান খান নামের একজনকে ভর্তি করা হয়েছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। ইমরান ইউরোটেল বিডি অনলাইন লিমিটেডের গ্রাফিক্স ডিজাইনার।

শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে ভাটিখানা এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনায় মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আহত পরিবার। তদন্ত করে এ ঘটনার বিচারের আশ্বাস দিয়েছেন থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান।

আহতরা হলেন- ভাটিখানা জোর মসজিদ এলাকার বাসিন্দা মোবারক আলী খানের ছেলে নাঈম খান, ইমরান খান এবং নাঈমের স্ত্রী ফারজানা খানম।

এছাড়া হামলাকারীরা হলেন- আহতদের চাচাতো ভাই ইয়াছিন খান, চাচাতো বোন নাসরিন খান ও চাচী রুবি বেগম। ‍এর  মধ্যে  ইয়াছিন  একটি অপহরণ মামলার আসামি বলে সূত্রে জানা গেছে।

আহত ইমরান খান জানান, ‘ভাটিখানায় তাদের ৭ শতাংশ জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তাদের চাচা এবং চাচাতো ভাইয়েরা অনৈতিকভাবে প্রাপ্ত অংশের বেশি জমি ভোগ করে আসছে।

দুই পক্ষের যৌথ মতেই শুক্রবার ওই জমি মাপা হলে বাবা ও চাচা সমানভাগ পান। কিন্তু চাচী এবং চাচাতো ভাইয়েরা অনৈতিকভাবে অতিরিক্ত জমি দাবি করে।

এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায় চাচাতো ভাই ইয়াছিন খান, চাচাতো বোন নাসরিন খান ও চাচী রুবি বেগম লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা করে। এসময় নাঈম খান, ইমরান খান এবং নাঈমের স্ত্রী ফারজানা খানমকে নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করে।

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান বলেন, ‘এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।