ঢাকা ০২:৪০ পিএম, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বেজবাবা সুমনের আরও একটি সফল অস্ত্রোপচার

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০৩:০৬:৪৫ এএম, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪ ১১৭ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের জনপ্রিয় রক ব্যান্ড অর্থহীনের প্রধান সদস্য সাইদুস সালেহীন খালেদ সুমন (বেজবাবা সুমন) দীর্ঘ সময় ধরে অসুস্থ। তার শরীরে ইতোমধ্যেই বেশ কয়েকবার অস্ত্রোপচার হয়েছে।

অপরেশন টেবিল থেকে আরও একবার সফল হয়ে ফিরেছেন তিনি।

 

সম্প্রতি ব্যাংককে তার পায়ের সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। বিষয়টি জানিয়েছেন ব্যান্ডের ম্যানেজার টিটু।

তিনি জানান, ৩ জুন ব্যাংককে অপারেশন সফল হয়েছে তার। কেবিনে নেওয়া হয়েছে তাকে। আপাতত ডাক্তারের অবজারভেশনে আছেন। সপ্তাহ দুইয়ের মধ্যেই দেশে ফেরার সম্ভাবনা রয়েছে তার।

এর আগে দীর্ঘ এক স্ট্যাটাসে সুমন তার এই সার্জারি নিয়ে ভক্তদের অবগত করেন। সেখানে তিনি লেখেন, গেল ছয় মাসে আমি বেশ খারাপ একটা সময় কাটিয়েছি। অনেকগুলো সার্জারি হয়েছে। এই মুহূর্তে ডান পায়ে প্রচণ্ড ব্যথা নিয়ে বিছানায় শুয়ে রেস্ট নিচ্ছি। ব্যথাটা ধীরে ধীরে কমছে। একটু সময় নেবে। ঈদের পরেই আবার ব্যাংককে যাব পায়ের অন্য একটা ছোট সার্জারি করতে। তারপর জুলাই মাসের থার্ড উইকে ব্যাক করে ‘ফিনিক্সের ডায়েরি-২’ অ্যালবামের কাজ শুরু করব।

এরপর স্টেজে ফেরার বিষয়ে সুমন আরও লেখেন, মহানেরও হাতের নার্ভে কিছু সমস্যা দেখা গেছে। তার ও চিকিৎসা চলছে। আগস্টে সাধারণত বড় কনসার্ট হয় না। সুতরাং অর্থহীন আবার কনসার্টে ব্যাক করবে সেপ্টেম্বরে। আপনারা অর্থহীনের ওপর কখনো বিশ্বাস হারাননি। সব সময়ই অর্থহীনের পাশে ছিলেন। এতটা ভয়ংকর রকম ফ্যান বেইস আমি খুব কমই দেখেছি এই দেশে। সবকিছু ঠিকঠাক থাকলে, এতটুকু বলতে পারি, অর্থহীনের সেপ্টেম্বরের কামব্যাক শো-তে কেউ নিরাশ হবেন না।

এদিকে, দেশে ফিরে সুমনকে বিশ্রামে থাকতে হবে। এরপর ডাক্তারের পরামর্শে আস্তে আস্তে কাজে ফেরার কথা রয়েছে তার। অর্থহীন ব্যান্ডের বর্তমান সদস্যরা হলেন- সাইদুস সালেহীন সুমন, মার্ক ডন, মহান ফাহিম ও জাহিন রাশিদ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বেজবাবা সুমনের আরও একটি সফল অস্ত্রোপচার

প্রকাশকাল ০৩:০৬:৪৫ এএম, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪

দেশের জনপ্রিয় রক ব্যান্ড অর্থহীনের প্রধান সদস্য সাইদুস সালেহীন খালেদ সুমন (বেজবাবা সুমন) দীর্ঘ সময় ধরে অসুস্থ। তার শরীরে ইতোমধ্যেই বেশ কয়েকবার অস্ত্রোপচার হয়েছে।

অপরেশন টেবিল থেকে আরও একবার সফল হয়ে ফিরেছেন তিনি।

 

সম্প্রতি ব্যাংককে তার পায়ের সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। বিষয়টি জানিয়েছেন ব্যান্ডের ম্যানেজার টিটু।

তিনি জানান, ৩ জুন ব্যাংককে অপারেশন সফল হয়েছে তার। কেবিনে নেওয়া হয়েছে তাকে। আপাতত ডাক্তারের অবজারভেশনে আছেন। সপ্তাহ দুইয়ের মধ্যেই দেশে ফেরার সম্ভাবনা রয়েছে তার।

এর আগে দীর্ঘ এক স্ট্যাটাসে সুমন তার এই সার্জারি নিয়ে ভক্তদের অবগত করেন। সেখানে তিনি লেখেন, গেল ছয় মাসে আমি বেশ খারাপ একটা সময় কাটিয়েছি। অনেকগুলো সার্জারি হয়েছে। এই মুহূর্তে ডান পায়ে প্রচণ্ড ব্যথা নিয়ে বিছানায় শুয়ে রেস্ট নিচ্ছি। ব্যথাটা ধীরে ধীরে কমছে। একটু সময় নেবে। ঈদের পরেই আবার ব্যাংককে যাব পায়ের অন্য একটা ছোট সার্জারি করতে। তারপর জুলাই মাসের থার্ড উইকে ব্যাক করে ‘ফিনিক্সের ডায়েরি-২’ অ্যালবামের কাজ শুরু করব।

এরপর স্টেজে ফেরার বিষয়ে সুমন আরও লেখেন, মহানেরও হাতের নার্ভে কিছু সমস্যা দেখা গেছে। তার ও চিকিৎসা চলছে। আগস্টে সাধারণত বড় কনসার্ট হয় না। সুতরাং অর্থহীন আবার কনসার্টে ব্যাক করবে সেপ্টেম্বরে। আপনারা অর্থহীনের ওপর কখনো বিশ্বাস হারাননি। সব সময়ই অর্থহীনের পাশে ছিলেন। এতটা ভয়ংকর রকম ফ্যান বেইস আমি খুব কমই দেখেছি এই দেশে। সবকিছু ঠিকঠাক থাকলে, এতটুকু বলতে পারি, অর্থহীনের সেপ্টেম্বরের কামব্যাক শো-তে কেউ নিরাশ হবেন না।

এদিকে, দেশে ফিরে সুমনকে বিশ্রামে থাকতে হবে। এরপর ডাক্তারের পরামর্শে আস্তে আস্তে কাজে ফেরার কথা রয়েছে তার। অর্থহীন ব্যান্ডের বর্তমান সদস্যরা হলেন- সাইদুস সালেহীন সুমন, মার্ক ডন, মহান ফাহিম ও জাহিন রাশিদ।