শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৫:৫৭ পূর্বাহ্ন

খুলনায় ভাতিজার হাতে চাচা খুন
সবুজবাংলা টিভি
প্রকাশ বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪

খুলনার ফুলতলা উপজেলায় ভাইপোর হাসুয়ার আঘাতে চাচা শেখ মুজিবুর রহমান (৫৮) নিহত হয়েছেন।

এ ঘটনায় তার স্ত্রী পুষ্পা বেগম (৪৫) ও ছেলে মিরাজুল ইসলাম (২৪) আহত হয়েছেন।

তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল স্থানান্তর করা হয়।

 

বুধবার (১০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার খানজাহানপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত মজিবুর রহমানের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, খানজাহানপুর গ্রামের মৃত শরিফুল ইসলামের ছেলের ও তার ভাই শেখ মুজিবুর রহমানের মধ্যে জমি জমা নিয়ে দীর্ঘদিন ধরে বুলেট চলে আসছে।

এ ঘটনার যে ধরে বুধবার রাত সাড়ে ৯টার দিকে মৃত শরিফুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম ধারালো হাসুয়া নিয়ে চাচা শেখ মুজিবুর রহমানের ওপর হামলা চালায়। মজিবুর রহমানকে ঠেকাতে গেলে তার স্ত্রী ও ছেলে আহত হয়। তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে আশরাফুল পালিয়ে যায়।

এলাকাবাসী তিনজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা মুজিবুর রহমান মৃত ঘোষণা করেন।

এই পাতার আরো খবর