ঢাকা ০২:৪৮ পিএম, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে গাঁজাসহ ২ জনকে আটক করল শিক্ষার্থীরা

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০৬:১৩:১৩ এএম, শনিবার, ১০ অগাস্ট ২০২৪ ১৫২ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শুক্রবার (০৯ আগস্ট) বিকেলে নগরের আমতলার মোড়ে ঢাকা-বরিশাল মহাসড়কে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

প্রত্যক্ষদর্শী জানান, ঢাকা থেকে কুয়াকাটাগামী ইউনিক পরিবহনের একটি বাসে তল্লাশি চালায় শিক্ষার্থীরা। এসময় ১৪ পোটলাসহ (কসটেপ মোড়ানো প্যাকেট) সীমা নামের এক নারী এবং আব্দুর রব নামে এক পুরুষকে আটক করে তারা। তাদের বাড়ি বরগুনা জেলার আমতলী উপজেলায়।

বিষয়টি নিশ্চিত করে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী শাওন জানান, সাড়ে ৩টার দিকে তল্লাশি করতে গেলে আকস্মিক বাসের মধ্য থেকে এক যাত্রী পালিয়ে যান। এছাড়া আটক নারী ও পুরুষ ব্যক্তিও অস্বাভাবিক আচরণ শুরু করে। এসময় তাদের পায়ের কাছে থাকা তিনটি ব্যাগে তল্লাশি চালিয়ে ১৪ প্যাকেট গাঁজা পাওয়া যায়।

তাৎক্ষণিক বিষয়টি সেনাবাহিনীকে জানানো হয়। পরে সেনাবাহিনীর সদস্যরা এসে আটকদের কোতোয়ালি মডেল থানায় নিয়ে যায়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, শিক্ষার্থীরা গাঁজাসহ দুইজন আটক করে। পরে আটকদের থানায় নিয়ে আসা হয়। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে গাঁজাসহ ২ জনকে আটক করল শিক্ষার্থীরা

প্রকাশকাল ০৬:১৩:১৩ এএম, শনিবার, ১০ অগাস্ট ২০২৪

শুক্রবার (০৯ আগস্ট) বিকেলে নগরের আমতলার মোড়ে ঢাকা-বরিশাল মহাসড়কে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

প্রত্যক্ষদর্শী জানান, ঢাকা থেকে কুয়াকাটাগামী ইউনিক পরিবহনের একটি বাসে তল্লাশি চালায় শিক্ষার্থীরা। এসময় ১৪ পোটলাসহ (কসটেপ মোড়ানো প্যাকেট) সীমা নামের এক নারী এবং আব্দুর রব নামে এক পুরুষকে আটক করে তারা। তাদের বাড়ি বরগুনা জেলার আমতলী উপজেলায়।

বিষয়টি নিশ্চিত করে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী শাওন জানান, সাড়ে ৩টার দিকে তল্লাশি করতে গেলে আকস্মিক বাসের মধ্য থেকে এক যাত্রী পালিয়ে যান। এছাড়া আটক নারী ও পুরুষ ব্যক্তিও অস্বাভাবিক আচরণ শুরু করে। এসময় তাদের পায়ের কাছে থাকা তিনটি ব্যাগে তল্লাশি চালিয়ে ১৪ প্যাকেট গাঁজা পাওয়া যায়।

তাৎক্ষণিক বিষয়টি সেনাবাহিনীকে জানানো হয়। পরে সেনাবাহিনীর সদস্যরা এসে আটকদের কোতোয়ালি মডেল থানায় নিয়ে যায়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, শিক্ষার্থীরা গাঁজাসহ দুইজন আটক করে। পরে আটকদের থানায় নিয়ে আসা হয়। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।