রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৮:৩৯ পূর্বাহ্ন

কিভাবে স্ক্রিন বন্ধ রেখে গান শুনবেন ইউটিউবে?
সবুজবাংলা টিভি
প্রকাশ মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
গান শুনতে অনেকেই আড়ি পাতেন ইউটিউবে। খুঁজলেই চোখের সামনে ভেসে ওঠে পছন্দের গানের তালিকা। ইউটিউব বেশির ভাগ সময়ে খুশি করলেও মাঝে মধ্যে একটা কারণে বিরক্ত লাগে, স্ক্রিন বন্ধ হলেই থেমে যায় গান!

তবে ব্যাকগ্রাউন্ডে ইউটিউব থেকে গান শোনার সুবিধাও আছে। সে‌ক্ষেত্রে ইউটিউব প্রিমিয়ামের জন্য মাসে ১২ ডলার গুনতে হবে। তবে ছোট্ট একটি পদ্ধতি জানলেই অ্যানড্রয়েড ফোনে স্ক্রিন বন্ধ করেও শোনা যাবে গান-

* প্রথমেই গুগল প্লে স্টোর থেকে ‘টেলিগ্রাম’ অ্যাপটি ডাউনলোড করুন।

* এবার ইউটিউব থেকে যে গানটি শুনতে চান সেই গানের ‘লিংক’ টেলিগ্রামের নিজের সঙ্গে চ্যাট অথবা বন্ধুর কাছে শেয়ার করুন।

* এখন সেই লিংকে ক্লিক করলে দেখবেন নিচের দিকে ‘পিকচার-ইন-পিকচার’ মুড অপশনে ক্লিক করুন।

* এবার পপ-আপ উইন্ডোতে ‘পিকচার-ইন-পিকচার মুড’ সেটিংস দেখাবে। সেটিংসে ক্লিক করলে ‘ডিসপ্লে ওভার আদার অ্যাপ’ অপশনটি অন করে দিন।

* এবার আবা‌রো টেলিগ্রাম থেকে ইউটিউব ভিডিওটি প্লে করে ‘পিকচার-ইন-পিকচার’ মুডে ক্লিক করুন।

* এবার গানটি বাজলে ফোনের স্ক্রিন লক করে দিন। ব্যাস ব্যাকগ্রাউন্ডেই ইউটিউব থেকে গান শুনতে পারবেন।

এই পাতার আরো খবর