ঢাকা ০৫:১২ পিএম, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় জাদুঘরের সামনে নির্মাতা অঞ্জনকে শেষ শ্রদ্ধা

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০৪:২২:৩৮ এএম, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫ ৭৩ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের সাবেক সভাপতি, চলচ্চিত্র আন্দোলন কর্মী, চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক জাহিদুর রহিম অঞ্জনের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে রাখা হবে তার মরদেহ। সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম।

 

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত শ্রদ্ধা নিবেদনের জন্য চলচ্চিত্র নির্মাতা অঞ্জনের মরদেহ জাতীয় জাদুঘরের সামনে রাখা হবে। এরপর আজিমপুর কবরস্থানে মায়ের কবরে তাকে দাফন করা হবে।

গেল ২৪ ফেব্রুয়ারি বেঙ্গালুরুর স্পর্শ হাসপাতালে লিভার ট্রান্সপ্যান্টের পর অপারেশন পরবর্তী জটিলতায় জাহিদুর রহিম অঞ্জন মারা যান। বুধবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে অঞ্জনের মরদেহ ঢাকা নিয়ে আসা হয়। রাতে ইস্কাটন বিয়াম স্কুল মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় নেওয়া হবে সিদ্ধেশ্বরী স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে, সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে, এখানে বাদ যোহর তৃতীয় জানাজা শেষে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে।

জাহিদুর রহিম অঞ্জন ২০১৪ সালে কথা সাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের ‘রেইনকোট’ গল্প অবলম্বনে নিজের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মেঘমল্লার’ নির্মাণ করেন। এই চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ পরিচালক ও শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

মুক্তির অপেক্ষায় রয়েছে তার পরবর্তী পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চাঁদের অমাবস্যা’। এটি সৈয়দ ওয়ালীউল্লাহর মনসমীক্ষামূলক উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জাতীয় জাদুঘরের সামনে নির্মাতা অঞ্জনকে শেষ শ্রদ্ধা

প্রকাশকাল ০৪:২২:৩৮ এএম, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫

বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের সাবেক সভাপতি, চলচ্চিত্র আন্দোলন কর্মী, চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক জাহিদুর রহিম অঞ্জনের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে রাখা হবে তার মরদেহ। সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম।

 

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত শ্রদ্ধা নিবেদনের জন্য চলচ্চিত্র নির্মাতা অঞ্জনের মরদেহ জাতীয় জাদুঘরের সামনে রাখা হবে। এরপর আজিমপুর কবরস্থানে মায়ের কবরে তাকে দাফন করা হবে।

গেল ২৪ ফেব্রুয়ারি বেঙ্গালুরুর স্পর্শ হাসপাতালে লিভার ট্রান্সপ্যান্টের পর অপারেশন পরবর্তী জটিলতায় জাহিদুর রহিম অঞ্জন মারা যান। বুধবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে অঞ্জনের মরদেহ ঢাকা নিয়ে আসা হয়। রাতে ইস্কাটন বিয়াম স্কুল মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় নেওয়া হবে সিদ্ধেশ্বরী স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে, সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে, এখানে বাদ যোহর তৃতীয় জানাজা শেষে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে।

জাহিদুর রহিম অঞ্জন ২০১৪ সালে কথা সাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের ‘রেইনকোট’ গল্প অবলম্বনে নিজের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মেঘমল্লার’ নির্মাণ করেন। এই চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ পরিচালক ও শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

মুক্তির অপেক্ষায় রয়েছে তার পরবর্তী পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চাঁদের অমাবস্যা’। এটি সৈয়দ ওয়ালীউল্লাহর মনসমীক্ষামূলক উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে।