বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০২:৪৯ অপরাহ্ন

মুখের মেদ কমাতে চান?
সবুজবাংলা টিভি
প্রকাশ সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

দেহের মেদ ঝরাতে কখনও জিমে গিয়ে শারীরচর্চা আবার কখনও বাড়িতেই হালকা ব্যায়াম করেন। কিন্তু মুখের মেদ কমানোর জন্য কী করেন? অনেকেই মুখের ব্যায়াম সম্পর্কে একেবারেই সচেতন নন।

জানেন কি, সৌন্দর্য ধরে রাখার জন্য মুখের যোগাসন ঠিক কতটা উপকারী?

 

* নিয়মিত মুখের ব্যায়াম করলে ত্বকে বলিরেখা পড়ে না সহজে।

* ত্বক টানটান থাকে। রক্ত সঞ্চালনও ভালো হয়। একইসঙ্গে ত্বকের পেশির গঠন ভালো থাকে।

* ক্লান্তির ছাপ পড়ে না।

এই পাতার আরো খবর