বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৪ অপরাহ্ন

পল্টনে শ্রমিক সমাবেশে জামায়াতের আমির
সবুজবাংলা টিভি
প্রকাশ বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর পল্টন মোড়ে শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১ মে) পল্টন মোড়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এ সমাবেশের আয়োজন করে।

 

ফেডারেশনের সভাপতি সাবেক সংসদ সদস্য মাওলানা আ ন ম শামসুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত রয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান ও সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

সমাবেশে দলটির কেন্দ্রীয় ও মহানগরী নেতারাসহ বিভিন্ন পর্যায়ে হাজারো নেতাকর্মী অংশ নিয়েছেন।

এই পাতার আরো খবর