থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রিয়াদ মোহাম্মদ চৌধুরী নামের নারায়ণগঞ্জের এক বহিষ্কৃত বিএনপি নেতাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) সকালে আটকের পর তিনি নারায়ণগঞ্জ জেলা পুলিশের হেফাজতে রয়েছেন।
নারায়ণগঞ্জ জেলাধীন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক তিনি।
এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার।
তিনি বলেন, তার (রিয়াদ মোহাম্মদ চৌধুরী) বিরুদ্ধে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ আছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বিমানবন্দর থেকে পুলিশ তাকে আটক করেছে। তিনি বর্তমানে নারায়ণগঞ্জ জেলা পুলিশের হেফাজতে আছেন।
এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থি অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।
বৃহস্পতিবার (১৫ মে) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রিয়াদ মোহাম্মদ চৌধুরী দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থি অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। এ কারণে তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এই বহিষ্কারাদেশ অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, গত দুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আজাদ হোসেন নামের নারায়ণগঞ্জের এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির একটি অডিও ভাইরাল হয়। এতে রিয়াদ মোহাম্মদ চৌধুরী ওই ব্যবসায়ীকে ‘চাঁদা না দিলে ফ্যাক্টরি পুড়িয়ে দেওয়া হবে’ বলে হুমকি দিচ্ছেন বলে শোনা যায়। তবে সেই অডিওটিকে এডিটেড বলে দাবি করা হচ্ছে।