করোনার আশঙ্কায় স্পেনের স্কোয়াডে অতিরিক্ত খেলোয়াড় করোনার আশঙ্কায় স্পেনের স্কোয়াডে অতিরিক্ত খেলোয়াড় – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১০:২৫ পূর্বাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

করোনার আশঙ্কায় স্পেনের স্কোয়াডে অতিরিক্ত খেলোয়াড়

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ২০১ পাঠক

ইউরো চ্যাম্পিয়নশিপ শুরুর প্রাক্কালে বড় ধাক্কা খেয়েছে স্পেন। আসর শুরুর আগে করোনায় আক্রান্ত হয়েছেন সার্জিও বুস্কেটস। অধিনায়ক কোভিড পজেটিভ হওয়ায় দলের আরও সদস্যের সংক্রমণের আশঙ্কা করছে টিম ম্যানেজমেন্ট। সে কারণে দলে নতুন পাঁচ ফুটবলারকে নিয়েছে স্পেন।
দলে জায়গা পাওয়া নতুন খেলোয়াড়রা হলেন- লিডস ইউনাইটেডের ফরোয়ার্ড রদ্রিগো মরেনো, ওয়েস্টহ্যাম ইউনাইটেডের মিডফিল্ডার পাবলো ফোরনালস, ভ্যালেন্সিয়ার মিডফিল্ডার কার্লোস সলের, সেল্টা ভিগোর মিডফিল্ডার ব্রাইস মেনদেস এবং ভিয়ারিয়ালের ডিফেন্সিভ মিডফিল্ডার রাউল আলবিওল। আজ (মঙ্গলবার) টুর্নামেন্ট শুরুর আগে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মাঠে নামার কথা তিনবারের ইউরো চ্যাম্পিয়নদের। সেই ম্যাচে করোনা আক্রান্ত অধিনায়ককে ছাড়াই লিথুয়েনিয়ার মুখোমুখি হবে স্পেন।
গত রোববার জাতীয় দলের ওয়েবসাইটে স্প্যানিশ ফুটবলের গভর্নিং বডি বুস্কেটসের করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছে। আপাতত আইসোলেশনে আছেন বার্সেলোনার এই মিডফিল্ডার। তবে স্কোয়াডের বাকি ফুটবলারদের প্রত্যেকের রিপোর্ট নেগেটিভ এসেছে।
উয়েফা ও স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে খেলোয়াড় ও স্টাফ সবাইকে স্পেনের লাস রোজাসের সদর দফতরে রয়েছেন।

দলীয় অনুশীলনের পরিবর্তে আপাতত একক অনুশীলনে প্রস্তুতি নিচ্ছে প্রাক্তন বিশ্ব ও ইউরো চ্যাম্পিয়নরা।
ইউরোয় স্পেনের প্রথম ম্যাচ ১৪ই জুন, সুইডেনের বিপক্ষে। এরপর যথাক্রমে ১৯ এবং ২৩শে জুন পোল্যান্ড এবং স্লোভাকিয়ার বিপক্ষে খেলবে লুইস এনরিকের দল।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD