রাজস্থানকে হারিয়ে শীর্ষস্থান মজবুত করল গুজরাট রাজস্থানকে হারিয়ে শীর্ষস্থান মজবুত করল গুজরাট – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৩:৫১ অপরাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

রাজস্থানকে হারিয়ে শীর্ষস্থান মজবুত করল গুজরাট

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | শনিবার, ৬ মে, ২০২৩
  • ৮৭ পাঠক

ব্যাটিং,বোলিং ও ফিল্ডিং— তিন বিভাগেই দাপুটে পারফরম্যান্স উপহার দেওয়ার পর জয়ে তো ধরা দেবেই! গুজরাট টাইটান্সের বেলায়ও কোনো ব্যতিক্রম হয়নি। ঘরের মাঠে খেলতে নামা রাজস্থান রয়্যালসকে গুঁড়িয়ে দিল হার্দিক পান্ডিয়ার দল।
শীর্ষস্থান মজবুত করার ম্যাচে জয় পায় ৯ উইকেটে।

জয়পুরে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় রাজস্থান। ইনিংসের ১৩ বল বাকি থাকতেই মাত্র ১১৮ রানে গুটিয়ে যায় তারা। গুজরাট বোলারদের সামনে তাসের ঘরের মতে ভেঙে পড়ে রাজস্থানের ব্যাটিং লাইন-আপ। বিশেষ করে রশিদ খান অপ্রতিরোধ্যই ছিলেন বলা যায়। মাত্র ৪ ওভারে ১৪ রান খরচ করে তিন উইকেট শিকার করেন এই আফগান স্পিনার। ম্যাচ-সেরার পুরস্কারটিও উঠে তার হাতে। রশিদের স্বদেশি নুর আহমেদ নেন দুই উইকেট। এছাড়া মোহাম্মদ শামি, হার্দিক ও জশুয়া লিটল শিকার করেন একটি করে।

রাজস্থানের পক্ষে সর্বোচ্চ ৩০ রান আসে অধিনায়ক সাঞ্জু স্যামসনের ব্যাট থেকে। আর কোনো ব্যাটারই পনেরোর গণ্ডি পেরোতে পারেননি। তাড়া করতে নেমে ৩১ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় গুজরাট। শুভমান গিলের (৩৬) উইকেট হারানো ছাড়া জয়ের রাস্তাটা নিরাপদই ছিল তাদের জন্য। ঋদ্ধিমান সাহা ৩৪ বলে ৪১ ও হার্দিক ১৫ বলে তিনটি করে চার ও ছক্কায় ৩৯ রানে অপরাজিত ছিলেন।

এই জয়ের পর শীর্ষে থাকা গুজরাটের পয়েন্ট এখন ১০ ম্যাচে ১৪। অন্যদিকে সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চারে আছে রাজস্থান।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD