কাঁপছে ভারত, মৃত্যু ৩ লাখ ছাড়ালো কাঁপছে ভারত, মৃত্যু ৩ লাখ ছাড়ালো – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৭:১৯ অপরাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

কাঁপছে ভারত, মৃত্যু ৩ লাখ ছাড়ালো

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | বুধবার, ২৬ মে, ২০২১
  • ১৫৬ পাঠক

মহামারি নভেল করোনা ভাইরাসের ছোবলে বিপর্যস্ত ভারতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু বাড়লেও শনাক্ত কিছুটা কমেছে।

দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪ হাজার ৪৫৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ২ লাখ ২২ হাজার ৩১৫ জন।

সোমবার (২৪ মে) সকালে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়, ভারতে এখন মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ২ কোটি ৬৭ লাখ ৫২ হাজার ৪৪৭ জনে দাঁড়িয়েছে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩ লাখ ৩ হাজার ৭২০ জন।

ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যে নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে ব্ল্যাক ফাঙ্গাস। দেশটিতে করোনায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ দ্রুত বাড়ছে। এতে মৃত্যুও বাড়ছে।

এমন পরিস্থিতিতে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণকে মহামারি ঘোষণা করতে রাজ্য সরকারগুলোকে চিঠি দিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

এদিকে বিশ্বের কোনও দেশে একদিনে সর্বোচ্চ সংখ্যক করোনা রোগী শনাক্তের রেকর্ড এখন ভারতের দখলে। গত ২২ এপ্রিলের আগ পর্যন্ত এ রেকর্ড যুক্তরাষ্ট্রের দখলে ছিল। গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ ২ লাখ ৯৭ হাজার ৪৩০ জন আক্রান্ত হয়েছিল। গত ২২ এপ্রিল ভারতে একদিনে ৩ লাখ ১৫ হাজার ৯২৫ জন আক্রান্ত হয়। ৩০ এপ্রিল দৈনিক আক্রান্ত ৪ লাখ ছাড়িয়ে যায়।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD