ঢাকায় ‘ডুপন্ট ডে’ পালন, শিল্পের বর্জ্য পানি পুনর্ব্যবহারে জোর ঢাকায় ‘ডুপন্ট ডে’ পালন, শিল্পের বর্জ্য পানি পুনর্ব্যবহারে জোর – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৪:০০ পূর্বাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

ঢাকায় ‘ডুপন্ট ডে’ পালন, শিল্পের বর্জ্য পানি পুনর্ব্যবহারে জোর

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ১১ পাঠক

সারা পৃথিবীতে সুপেয় পানির সংকট তীব্র হচ্ছে। এমন পরিস্থিতিতে টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বর্জ্য পানি পুনর্ব্যবহারের ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।

 

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘ডুপন্ট ডে’ শীর্ষক সম্মেলনে টেকসই পানি ব্যবস্থাপনার নতুন সমাধানগুলোর বিভিন্ন উপায় তুলে ধরা হয়।

যুক্তরাষ্ট্রভিত্তিক ডুপন্ট ওয়াটার সল্যুশনস লিমিটেড ও বাংলাদেশে তাদের অনুমোদিত ডিস্ট্রিবিউটর ওয়াটার টেকনোলজি বাংলাদেশ লিমিটেড এ সম্মেলনের আয়োজন করে।

অনুষ্ঠানে বিভিন্ন শিল্প কারখানায় ব্যবহৃত পানি কম খরচে পরিশোধনের মাধ্যমে পুনরায় ব্যবহার উপযোগী করতে ডুপন্টের উদ্ভাবিত প্রযুক্তি তুলে ধরা হয়।

দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজার) নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন।

আরও উপস্থিত ছিলেন- ডুপন্ট ওয়াটার সল্যুশনসের আঞ্চলিক প্রধান ক্রিস ফার্নানদাস ও ওয়াটার টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক এনামুল হাবিব।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ডুপন্ট ওয়াটার সল্যুশনস নির্দিষ্ট গ্রাহকের চাহিদা মেটাতে কাস্টমাইজড সমাধান দিয়ে টেকসই পানি ব্যবস্থাপনার জন্য উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে কাজ করছে।

ডুপন্ট ওয়াটার সল্যুশনসের ভারতীয় অঞ্চলের পরিচালক ক্রিস বলেন, আমরা একটি প্রযুক্তিগত সমাধান নিয়ে কাজ করছি, যা শিল্পে স্বাস্থ্যকর পানি ব্যবস্থাপনা নিশ্চিত করবে।

ওয়াটার টেকনোলজি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এনামুল হাবিব বলেন, বাংলাদেশে ডুপন্টের একমাত্র অনুমোদিত ডিস্ট্রিবিউটর হিসেবে শিল্পকারখানায় ‘পানির আধুনিক ব্যবস্থাপনায়’ উদ্ভাবনী প্রযুক্তির বিকাশে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD