ত্বকের ক্যান্সার প্রতিরোধে সবুজ কফির উপকারিতা ত্বকের ক্যান্সার প্রতিরোধে সবুজ কফির উপকারিতা – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৭:৪১ পূর্বাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

ত্বকের ক্যান্সার প্রতিরোধে সবুজ কফির উপকারিতা

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ১৯৩ পাঠক

চা এবং কফি আমাদের জীবনে নিত্যসঙ্গী। আমরা আগে শরীর রিফ্রেশ বা স্বাদের জন্য এগুলো পান করতাম। তবে এখন সবাই কিন্তু শরীরের উপকারিতার জন্য চা অথবা কফি খেয়ে থাকেন। শরীর সুস্থ রাখতে গ্রিন চা সকলের কাছেই পরিচিত। তবে স্বাস্থ্যের সুবিধার জন্য এখন যুক্ত হয়েছে গ্রিন কফি। সবুজ কফি বীজ সাধারণ কফির বীজের চেয়ে একটু আলাদা।

কফি ত্বকের ক্ষেত্রে সহায়ক এটা আমরা কম বেশি সবাই জানি। কিন্তু গ্রিন বা সবুজ কফি ত্বকের ওপর কী প্রভাব ফেলে তা হয়তো অনেকেরই অজানা। জেনে নিন স্বাস্থ্য উপকারিতায় সবুজ কফির ভূমিকা। তার সাথে ত্বকের ওপর কীভাবে ব্যবহার করবেন এই সবুজ কফি, তার জন্যও রইল টিপস।
* ত্বকের রক্ত চলাচলকে সচল রাখতে সাহায্য করে সবুজ কফি। এর সাথে ব্রণর মত ত্বকের সংক্রমণ হ্রাস পায়।
* ত্বকের কোলোজেন উৎপাদনে সাহায্য করে এই কফি। যার ফলে ত্বকের বার্ধক্য প্রতিরোধ হয় এবং ত্বক দেখায় সতেজ।
* ত্বককে ভিতর থেকে ময়েশ্চারাইজ করে, যার ফলে ত্বক হয়ে ওঠে কোমল ও মসৃণ।
* অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ সবুজ কফি যা ত্বকের ক্যান্সার ও ব্রণর সমস্যা দূর করতে সহায়ক। এই অ্যান্টিঅক্সিডেন্ট মুক্ত র্যাডিকেলের সাথে লড়াই করে ত্বকের বার্ধক্যকেও প্রতিরোধ করে।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD