ভারতে ইসরায়েলি দূতাবাসের কাছে বিস্ফোরণ ভারতে ইসরায়েলি দূতাবাসের কাছে বিস্ফোরণ – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০২:০০ অপরাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

ভারতে ইসরায়েলি দূতাবাসের কাছে বিস্ফোরণ

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ৪২ পাঠক

ভারতের রাজধানী নয়াদিল্লির চঙ্কাপুরি এলাকায় অবস্থিত ইসরায়েলি দূতাবাসের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণটি বিকট ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ঘটনাটি ঘটে। দিল্লি পুলিশ জানিয়েছে, এ ঘটনার পর তারা একটি ফোন কল পেয়েছে। উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। কী ঘটেছিল তদন্ত করা হচ্ছে।

দিল্লি ফায়ার সার্ভিসের পরিচালক অতুল গার্গ বিস্ফোরণের তথ্য জানিয়ে বলেছেন, কেন বিস্ফোরণটি ঘটেছে সেটির কোনো কিছুই তারা খুঁজে পাননি।

ইসরায়েলি দূতাবাসের এক কর্মকর্তা বলেছেন, তারাও বিস্ফোরণের শব্দ পেয়েছেন। কিন্তু কি থেকে বিস্ফোরণ হয়েছে সেটি তারা জানেন না। পুলিশ ও তাদের নিজস্ব নিরাপত্তা কর্মীরা বিষয়টি খতিয়ে দেখছে।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়, ভারতে তাদের দূতাবাসে বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়নি।

দিল্লিতে ইসরায়েলি দূতাবাসের কাছে বিস্ফোরণের আগে মুম্বাইয়ে বোমা হামলার একটি ভীতি ছড়ায়। মুম্বাইয়ে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) কাছে মঙ্গলবার বোমা হামলা চালানোর হুমকি দিয়ে একটি ইমেইল পাঠানো হয়। ওই ইমেইলে ১১টি জায়গায় বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়। এরপরই নড়েচড়ে বসে ব্যাংক কর্তৃপক্ষ। বিষয়টি পুলিশকে জানানো হলে উল্লেখিত ওই ১১ স্থানে অভিযান পরিচালনা করা হয়। কিন্তু পুলিশ কিছুই পায়নি।

সূত্র: টাইমস অব ইসরায়েল

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD