পাইলট থেকে ‘মিস আমেরিকা’র মুকুট জয় মার্শের পাইলট থেকে ‘মিস আমেরিকা’র মুকুট জয় মার্শের – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
রবিবার, ০৫ মে ২০২৪, ০৭:৫৬ পূর্বাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

পাইলট থেকে ‘মিস আমেরিকা’র মুকুট জয় মার্শের

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ৫৭ পাঠক

মিস আমেরিকা ২০২৪-এর মুকুট জিতে নিলেন ম্যাডিসন মার্শ। বাংলাদেশ সময় সোমবার (১৫ জানুয়ারি) এই খেতাব জিতেন মাত্র ২২ বছর বয়সী এই সুন্দরী।

যিনি পেশায় মার্কিন যুদ্ধবিমানের পাইলট।

পিপলস ম্যাগাজিনের বরাতে জানা যায়, ডিস্ট্রিক্ট অব কলম্বিয়াসহ আমেরিকার ৫০টি অঙ্গরাজ্যের প্রতিনিধিত্বকারী ৫১ জন প্রতিযোগীকে পেছনে ফেলে মিস আমেরিকা প্রতিযোগিতায় শীর্ষস্থান অর্জন করেছেন ম্যাডিসন মার্শ। অনুষ্ঠানে ম্যাডিসনকে বিজয়ী মুকুট পরিয়ে দেন সাবেক মিস আমেরিকাখ্যাত গ্রেস স্ট্যানকে।

এবারের আসরে প্রথম রানারআপ হয়েছেন এলি ব্রেক্স, দ্বিতীয় রানারআপ সিডনি ব্রিজেস, তৃতীয় ম্যালোরি হাডসন ও চতুর্থ হয়েছেন ক্যারোলিন প্যারেন্ট।

মিস আমেরিকা খেতাব জয়ের পর ম্যডিসনকে নিয়ে মার্কিন বিমান বাহিনী তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে লিখেছে, আমাদের বৈমানিক সেকেন্ড লেফটেন্যান্ট ম্যাডিসন মার্শ ওরফে মিস কলোরাডোকে অভিনন্দন। যিনি সদ্যই মিস আমেরিকা-২০২৪ মুকুট জিতেছেন! মার্শই প্রথম সক্রিয়-কর্তব্যরত সেনা সদস্য যিনি এই শিরোপা জিতেছেন।

মার্কিন বিমান বাহিনীর সেকেন্ড লেফটেন্যান্ট ম্যাডিসন মার্শ। পাশাপাশি হার্ভার্ড কেনেডি স্কুলের পাবলিক পলিসি প্রোগ্রামের মাস্টার্সের শিক্ষার্থী তিনি। এর আগে প্রথম সক্রিয়-কর্তব্যরত বিমান বাহিনীর কর্মকর্তা হিসেবে মিস কলোরাডো ২০২৩-এ বিজয়ী হয়ে জাতীয় খেতাব পেয়েছিলেন। এ ছাড়া ফ্লোরিডার অরল্যান্ডো সৌন্দর্য প্রতিযোগিতায়ও বিজয়ীর হয়েছিলেন তিনি।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD